Amazon iPad Deal: অ্যামাজনে দিচ্ছে দারুণ ডিল। আইপ্যাড কেনার এই সুযোগ আর হবে না। ডিল অফ দ্য ডেতে, 31% ছাড় পাবেন iPad এয়ারে। এই মডেলের সঙ্গে 3,000 টাকার ক্যাশব্যাক ও HDFC ব্যাঙ্কের কার্ডে টাকা দিলে 11,650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। যা পুরোনো ফোন বা ট্যাবলেট দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি। জেনে নিন, আইপ্যাডের সব মডেলে কী কী অফার দেওয়া হচ্ছে।
1 2020 Apple iPad Air with A14 Bionic chip
এই আইপ্যাডের দাম 66,900 টাকা হলেও ডিল প্রাইসে 31% ডিসকাউন্ট রয়েছে। এর পরে আপনি এই আইপ্যাড 45,900 টাকায় কিনতে পারবেন। এতে ৫টি কালার অপশন রয়েছে। এই আইপ্যাডে রয়েছে A14 বায়োনিক চিপ ও 10.9 ইঞ্চির ডিসেপ্লে। এতে কল করার জন্য সিমের ফিচারও রয়েছে ট্যাবলেটে।
2 2020 Apple iPad Air with A14 Bionic chip
এই মডেলে সিম ছাড়া iPad টি 46,900 টাকায় পাওয়া যাচ্ছে। এর দাম 54,900 টাকা হলেও অফার প্রাইসে 15% ছাড় রয়েছে এই ডিভাইসে। এই আইপ্যাডের বাকি বৈশিষ্ট্যগুলি একই, তবে এতে কল করার অপশন নেই। শুধুমাত্র ওয়াইফাই বা হটস্পটে চলতে পারে এই আইপ্যাড।
3 2021 Apple iPad Pro with Apple M1 chip
লেটেস্ট আইপ্যাড কিনতে চাইলে অ্যামাজনে একটি ডিল রয়েছে। এই iPad Pro এর দাম 71,900 টাকা। কিন্তু অফারে 5% ডিসকাউন্ট রয়েছে ডিভাইসে। এখন 68,490 টাকায় কিনতে পারবেন এই আইপ্যাড প্রো। এতে রয়েছে লেটেস্ট M1 চিপ। এর সাইজ 11 ইঞ্চি ও স্টোরেজ রয়েছে 128GB। এতে একটি কলিং অপশন পাবেন। দুটি রঙে পাওয়া যায় এই আইপ্যাড।
4 2021 Apple iPad Mini with A15 Bionic chip
অ্যামাজনের অফারে আপনি 44,900 টাকায় আইপ্যাড মিনি কিনতে পারেন, যার আসল দাম 46,900 টাকা। অফার প্রাইসে এর ওপর ছাড় দেওয়া হচ্ছে ২ হাজার টাকা। এর আকার 8.3 ইঞ্চি, স্টোরেজে 64 জিবি ও 128 জিবি অপশনে পাওয়া যা এই ডিভাইস। এতে একটি A15 বায়োনিক চিপ রয়েছে। এই আইপ্যাডে 5টি রঙ পাওয়া যায়।