iPhone 13 on Flipkart: ফ্লিপকার্টে ১০,০০০ টাকা ছাড়ে পাবেন iPhone 13,জানুন দাম ও অফার
Flipkart iPhone 13 Sale: iPhone 13-এ বড় ছাড় দিচ্ছে Flipkart। কোম্পানির দীপাবলি সেলে এই আইফোন ৫৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, যার MRP ৬৯,৯৯০ টাকা।
Flipkart iPhone 13 Sale: iPhone 13-এ বড় ছাড় দিচ্ছে Flipkart। কোম্পানির দীপাবলি সেলে এই আইফোন ৫৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, যার MRP ৬৯,৯৯০ টাকা। Flipkart iPhone 13-এর ২৫৬জিবি ও ৫১২জিবি স্টোরেজ ভেরিয়েন্টে অতিরিক্ত ছাড়ও দিচ্ছে। SBI ও Kotak Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত এতে ১২৫০ টাকা ছাড়
পাবেন।
তবে, এই অফারটি iPhone 13-এর বেস ১২৮জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে না। তবে এতে ব্যবহারকারীরা iPhone-এ ১৬,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার নিতে পারেন। এই এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। iPhone 13 অনেক রঙে পাওয়া যায়। এই রংগুলির মধ্যে রয়েছে লাল, কালো, নীল, সাদা ও গোলাপী।
Apple সম্প্রতি iPhone 14 সিরিজ লঞ্চ করেছে। অনেক গ্রাহকরা এই নিয়ে একটু দ্বিধায় থাকেন, তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, সাম্প্রতিক আইফোন কিনবেন না পুরনো iPhone 13 কেনা উচিত। আপনি যদি আইফোন 13 প্রো মডেলটি বিবেচনা না করেন তবে নতুন আইফোন 14 আইফোন 13-এর সঙ্গে খুব মিল রয়েছে। ক্যামেরা কিছুটা উন্নত করা হয়েছে। দুটি ফোনই কমবেশি একই পারফরম্যান্স দেয়। ডিজাইনের দিক থেকে, দুটি ফোনই একই রকম।
আইফোন 13 এর স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, iPhone 13 একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে সহ আসে এবং A15 Bionic চিপসেটে চলে। এর পিছনে দুটি 12-মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে একটি 12-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 5G ও MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। দুঃখের বিষয়, আইফোন 13-এ এখনও চার্জ করার জন্য একটি লাইটিং পোর্ট রয়েছে।
iPhone SE 2022: সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। তারপর থেকেই একাধিক আইফোন (iPhone) মডেলের দাম কমছিল দেশে। তবে এবার শোনা গিয়েছে উল্টো খবর। আইফোন এসই ২০২২ (iPhone SE 2022) ফোনের দাম বৃদ্ধি পেয়েছে দেশে। চলতি বছর শুরুর দিকে এই আইফোন ভারতে লঞ্চ করেছিল অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ। তখন আইফোন এসই ২০২২ ফোনের দাম শুরু হয়েছিল ৪৩,৯০০ টাকা থেকে।
তবে বর্তমানে এই আইফোন মডেলের দাম বেড়েছে। এখন আইফোন এসই ২০২২ কিনতে হলে ক্রেতাকে ৪৫ হাজার টাকার বেশি দামে কিনতে হবে। আইফোন এসই ২০২২ মডেলে রয়েছে একটি ৪.৭ ইঞ্চির Retina ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি A15 Bionic চিপসেট। আইফোন ১৩ সিরিজেরও রয়েছে এই প্রসেসর। বর্তমানে অ্যাপেল স্টোর ইন্ডিয়াতে আইফোন এসই ২০২২ মডেলের বেড়ে যাওয়া দামই দেখা যাচ্ছে।
আরও পড়ুন : Cyber Crime: প্রতারকদের নতুন হাতিয়ার, মোবাইলে 'জুস হ্যাকিং' রুখতে করুন এই কাজ