iPhone 14 Plus Offers: প্রায় ২৩ হাজার টাকা ছাড় আইফোন ১৪ প্লাস মডেলে, লঞ্চের সময়ের থেকে কতটা কম দামে কিনতে পারবেন?
iPhone 14 Series: নীল, স্টারলাইট, পার্পল, মিডনাইট, হলুদ প্রোডাক্ট রেড- এই পাঁচটি রঙের আইফোন ১৪ প্লাস ফোনে পাওয়া দুর্দান্ত ছাড়। বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই রয়েছে অফার।
iPhone 14 Plus Offers: চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হতে চলেছে অনুমান করা হচ্ছে। এর আগে ২০২২ সালে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হয়েছিল। তারই মডেল আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছে ৬০ হাজার টাকার থেকে অনেকটা কম দামে। আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ধার্য হয়েছে ৫৬,৯৯৯ টাকা। অ্যামাজনের প্রাইম ডে সেলে এই ফোন অনেক কম দামে পাওয়া যাচ্ছিল। তবে সেই সেল এখন শেষ হয়েছে। কিন্তু ফ্লিপকার্টে আকর্ষণীয় ছাড় রয়েছে আইফোন ১৪ প্লাস মডেলের বেস ভ্যারিয়েন্টের দামে। নীল, স্টারলাইট, পার্পল, মিডনাইট, হলুদ প্রোডাক্ট রেড- এই পাঁচটি রঙের ফোনে পাওয়া দুর্দান্ত ছাড়। এক্সচেঞ্জে অফারে ৪৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের হাতে। এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অর্থাৎ মোট ছাড় রয়েছে ২২,৯০১ টাকা।
আইফোন ১৪ প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। সূর্যালোকেও এই ফোনের স্ক্রিন ভালভাবে দেখা যাবে। স্ক্রিনের উপর রয়েছে সেরামিক শিল্ড গ্লাসের আস্তরণ। তার ফলে এই ডিসপ্লে শক্তপোক্ত।
- এ১৫ বায়োনিক চিপ রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। অর্থাৎ আইফোন ১৪ প্লাস মডেলের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে।
- আইফোন ১৪ প্লাস মডেলে দুটো ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা এবং অন্যটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- কুইক চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এখানে ৪৩৫২ এমএএইচ ব্যাটারি দেখতে পাবেন ইউজাররা। একবার চার্জ দিলে আইফোন ১৪ প্লাস মডেলের ব্যাটারিতে অনেকক্ষণ চার্জ বজায় থাকবে।
- এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ভিডিও দেখা, ছবি তোলার জন্য এই আইফোন ১৪ প্লাস মডেল দুর্দান্ত ডিভাইস। প্রতিদিনের সাধারণ কাজ যেগুলি ফোনের সাহায্যে হয় সেগুলিও খুব সাবলীল ভাবে করা যাবে আইফোন ১৪ প্লাস মডেলের সাহায্যে।
আরও পড়ুন- নেই ব্যাঙ্ক অফার, আইফোন ১৫- তে তাও ১৩ হাজার টাকার বেশি ছাড়! কোথায় পাবেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।