iPhone 15 Series: অ্যাপেল কর্তৃপক্ষ তাদের আগামী আইফোন (Apple iPhone) সিরিজ অর্থাৎ আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) খুব তাড়াতাড়ি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এখনও অবশ্য এই ফোন আইফোন সিরিজ লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অন্যান্য সময়ের মতো এবারেও অ্যাপেল সংস্থা সেপ্টেম্বর মাসে তাদের Apple Fall Event- এ আইফোন ১৫ সিরিজ লঞ্চ করবে বলে মত বিশেষজ্ঞদের অনেকের। আইফোন ১৫, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই তিনটি ফোন থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মধ্যে। ইতিমধ্যেই আইফোন ১৫ সিরিজের এই তিনটি মডেল নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। অ্যাপেল সংস্থা অবশ্য তাদের আসন্ন আইফোন সিরিজ সম্পর্কে কিছুই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। 


দেখে নেওয়া যাক আইফোন ১৫ সিরিজ সম্পর্কে এ যাবৎ কী কী তথ্য সামনে এসেছে



  • ডিজাইন এবং ফিচারের দিক থেকে আইফোন ১৫ সিরিজ অনেক উন্নত ভাবে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। পেরিস্কোপ এবং নতুন অ্যাকশন বাটন কন্ট্রোল থাকতে পারে আইফোন ১৫ সিরিজে। 

  • আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের সঙ্গে আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের মিল থাকবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে হয়তো আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে স্যামসাংয়ের তৈরি করা এম১২ প্যানেল থাকবে যা আইফোন ১৪ প্রো ম্যাক্সেও রয়েছে। 

  • আইফোন ১৫ সিরিজের সব মডেলে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকবে, একথাও শোনা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত। 

  • আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই মডেলে নতুন আপগ্রেডেড বাটন ডিজাইন থাকবে। বাটনলেস ডিজাইন নিয়ে আইফোন লঞ্চের যেকথা আগে শোনা গিয়েছিল সেটা প্রোডাকশনের কিছু সমস্যার জন্য আপাতত তা হচ্ছে না।

  • বর্তমানে আইফোনে একটি মিউট বাটন থাকে। শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজের আগের মিউট বাটন সরিয়ে নতুন আপডেটেড কিছু ফিচার আসবে। 

  • আইফোন ১৪- র মতো নতুন আইফোন সিরিজের রেয়ার প্যানেলেও বড় ক্যামেরা মডিউল থাকবে বলে মনে করা হচ্ছে।

  • আইফোন ১৫ সিরিজে thinner bezels থাকবে বলে শোনা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত। 

  • নতুন আইফোন ১৫ সিরিজে ইউএসবি টাইপ সি পোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। 

  • ইউজাররা যাতে হাতে ভালভাবে এই ফোন ধরতে পারেন সেই জন্য আফোন ১৫ সিরিজের প্রো ভ্যারিয়েন্টগুলি রাউন্ডেড ফ্রেম ইয়ে লঞ্চ হতে পারে। 

  • আইফোন ১৫ সিরিজের Bionic A16 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন- আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?