iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৪ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফোন আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G)। বিভিন্ন সূত্রে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। একনজরে সেইসব তথ্য দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, শোনা গিয়েছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের দাম ৩৮ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকার মধ্যে হতে পারে। এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। আইকিউওও সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোন সম্পর্কে কিছু ঘোষণা করেনি। 


আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ এবং Funtouch OS 13- এর সাপোর্ট থাকার কথা রয়েছে।

  • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এবং সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


Nothing Phone (2): ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ১১ জুলাই নাথিং ফোন (২) ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নাথিং ফোন (২) কেনা যাবে। ভারতে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন (১)- এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে। ১১ জুলাই সন্ধে ৮টা ৩০মিনিটে শুরু হবে ভার্চুয়াল ইভেন্ট। সেখানে লঞ্চ হবে নাথিং ফোন (২)। এই ফোনের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে হতে পারে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 


আরও পড়ুন- উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?