Smartphones: ২০২৩ সালের শুরুতেই একগুচ্ছ ফোন (Upcoming Smartphones) লঞ্চ হবে ভারতে। জানুয়ারি মাসেই এই স্মার্টফোনগুলি লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিছু ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা গিয়েছে। বাকি ফোনগুলির ক্ষেত্রে এখনও নিশ্চিত ভাবে লঞ্চের তারিখ জানা যায়নি। নতুন বছরের শুরুতেই যেসমস্ত স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে, তার একটি তালিকা রইল। 


রেডমি নোট ১২ সিরিজ- রেডমি নোট ১২ ফোনে থাকবে একটি ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ হোল OLED ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি নোট ১২ প্রো মডেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। রেডমি নোট ১২ ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর রয়েছে। আর প্রো মডেলের রয়েছে ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। 


আইকিউওও ১১ সিরিজ- আইকিউওও ১১ সিরিজের ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এখানে 2K রেজলিউশন পাওয়া যাবে। আইকিউওও ১১ ফোনে ফ্ল্যাট প্যানেল এবং প্রো মডেলে কার্ভড প্যানেল থাকতে পারে। এই সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। দুটো ফোনেই ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট থাকতে পারে। আইকিউওও ১১ ফোনে ৫০০০ এমএএইচ বায়টারি, ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং প্রো মডেলে ৪৭০০ এমএএইচ ব্যাটারি ও ২০০ ওয়াটের ওয়ারড এবং ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


পোকো সি৫০- পোকো সি৫০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। বিভিন্ন সূত্রে খবর, আগামী বছরের শুরুতেই ৩ জানুয়ারি পোকো সি৫০ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো সি৫০ লঞ্চ হতে পারে এবং পোকো 'সি' সিরিজের নতুন ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকতে পারে। 


স্যামসাং গ্যালাক্সি এফ০৪- ২০২৩ সালে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনে কেনা যাবে। দাম হবে ৮০০০ টাকার মধ্যে। স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম লঞ্চের সময় হতে পারে ৭৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৮ জিবি র‍্যাম। পার্পল এবং গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। 


টেকনো ফ্যান্টম এক্স২- এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ ৫জি প্রসেসর। এছাড়াও থাকতে পারে ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকারও সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটো সেনসর থাকতে পারে। 


আরও পড়ুন- নতুন বছরে স্যামসাংয়ের চমক, ৮০০০ টাকার কমে আসছে গ্যালাক্সি ফোন!