Kim Jong Yun: উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উন (Kim Jong Yun)- এর ওজন ১৪০ কেজির বেশি! আর সেই ওজন মাপতে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সাহায্য নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার! সম্প্রতি এমন অবাক করে দেওয়া তথ্যই প্রকাশ্যে এসেছে। কিম জং উন- এর স্বাস্থ্য নিয়ে নাকি খুবই উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। আর তাই উত্তর কোরিয়ার শাসকের ওজন মাপার জন্য এআই- এর সাহায্য নিয়েছে দক্ষিণ কোরিয়া, সেখানকার এক সরকারি আধিকারিক এই তথ্য প্রকাশ্যে এনেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরেই জনসমক্ষে আসছেন না কিম জং উন। আর সেই কারণেই উত্তর কোরিয়ার শাসকের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে। কারণ এমনিতে যেকোনও বড় অনুষ্ঠানে সবসময় হাজির থাকেন কিন জং উন। আর এই উদ্বেগের মধ্যেই প্রকাশ্যে এল এক বিস্ময় করে দেওয়ার মতো তথ্য।
গত ১৬ মে জনসমক্ষে এসেছিলেন কিম। সেখানে অত্যন্ত ক্লান্ত লাগছিল তাঁকে। চোখের কোণে জমেছিল কালো। চোখের চারপাশে ডার্ক সার্কেল ছিল স্পষ্ট। এমনটাই জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সংসদীয় ইন্টেলিজেন্স কমিটির এক সদস্য। এই ব্যক্তিই বলেছিলেন, সিভিয়ার স্লিপিং ডিসঅর্ডার অর্থাৎ অনিদ্রা এবং ঘুম না হওয়ার সমস্যায় ভুগছেন কিম জং উন। এই জন্য ইনসমনিয়া প্রসঙ্গেও দেশের উচ্চপদস্থ মেডিক্যাল অফিসারদের থেকে তথ্য সংগ্রহ করেছে উত্তর কোরিয়া।
দেশপ্রধানের স্বাস্থ্যের দিকে খুঁটিয়ে নজর রেখেছে উত্তর কোরিয়া। সেখানকার এক সংবাদপত্রে লেখা হয়েছিল ভোর ৫টা পর্যন্ত কাজ করেন কিম জং উন। সারারাত কাজ করতেই নাকি অভ্যস্ত তিনি। ২০১১ সালে পিতা কিম জং দ্বিতীয় প্রয়াত হওয়ার পর উত্তর কোরিয়ার প্রধান নেতা হিসেবে স্থান দখল করেছিলেন কিম জং উন। পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে এই পদে আসীন হয়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়াও সমানতালে কিম জং উন- এর স্বাস্থ্য পর্যবেক্ষণ করে চলেছে নিয়মিত ভাবে। মদ্যপান এবং ধূমপানের অভ্যাস রয়েছে কিমের। আর এই অভ্যাস তাঁর ইনসমনিয়ার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া।
বিশ্বের দরবারে কিম জং উন যথেষ্ট জনপ্রিয় নাম। তাঁর শারীরিক অবস্থা নিয়েও তাই উদ্বিগ্ন অনেকেই। এমনিতেও দেশের সুদৃঢ় এবং ভাল ভবিষ্যতের জন্য দেশপ্রধানের স্বাস্থ্য ঠিক থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু কিম জং উন- এর ঘুমের সমস্যা, ওজনের আধিক্যের তথ্য প্রকাশ্যে আসায় চিন্তা বাড়ছে।
আরও পড়ুন- ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?