Lava Smartphones: ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে দেশীয় সংস্থার তৈরি ফোনের। এবছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ২ ফোন (Lava Agni 2 5G)। এই ৫জি ফোনে ছিল একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি আর ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখাএ ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই লাভা অগ্নি ২ ৫জি ফোন ছিল লাভা অগ্নি ৫জি ফোনের সাকসেসর মডেল। এই ফোনে ২০২১ সালের নভেম্বর মাসে ভারতের বাজারে এসেছিল। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছেন এবার ভারতে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২এস (Lava Agni 2s) মডেল।নভেম্বর মাসেই এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা গিয়েছে এই ফোনে লাভা অগ্নি ২ মডেলের মতো একই স্পেসিফিকেশন থাকবে। টিপস্টার যোগেশ ব্রার একথা জানিয়েছেন। তবে দুই ফোনের স্পেসিফিকেশন একই হলেও চিপসেটে পার্থক্য থাকার সম্ভাবনা রয়েছে। আসন্ন লাভা অগ্নি ২এস ফোন সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের তারিখ এগিয়ে এলে ফোন সম্পর্কিত বিভিন্ন তথ্যও প্রকাশ্যে আসবে। তবে এই ফোন ভারতে নভেম্বর মাসের কবে লঞ্চ হতে পারে তা জানা যায়নি এখনও। 


ভারতে লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম লঞ্চের সময় কত ছিল


৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোনের একটি ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছিল যার দাম ছিল ২১,৯৯৯ টাকা। 


লাভা অগ্নি ২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল ন্যানো সিম রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে বড় গোলাকার ক্যামেরা মডিউল। 

  • লাভা অগ্নি ২ ৫জি ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫৯ মেগাপিক্সেলের ১.০ মাইক্রন ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। 

  • এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৮ জিবি যা ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ।

  • লাভা অগ্নি ২ ৫জি ফোনের ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে পারে ১৬ মিনিটেরও কম সময়ে। 


আরও পড়ুন- আইওএস এবং অ্যান্ড্রয়েডে শুরু 'ভয়েস চ্যাট' ফিচারের রোল-আউট, হোয়াটসঅ্যাপের বড় গ্রুপে কী সুবিধা আসছে?