Lava Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। সেই তালিকাতেই লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ফোন। এবার লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ১এক্স ৫জি (Lava Blaze 1X 5G)। এই স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। লাভা সংস্থার এই নতুন ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট। গত কয়েক মাসে ভারতে লাভা সংস্থা একাধিক ফোন লঞ্চ করেছে। এই তালিকায় রয়েছে লাভা ব্লেজ ২, লাভা ইয়ুভা ২ প্রো এবং লাভা অগ্নি ২ ৫জি। 


লাভা সংস্থার নতুন ৫জি ফোনের দাম



  • লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোন। অফলাইনে কেনা যাবে এই ফোনটি।

  • এই ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন। এর উপর রয়েছে একটি ২.৫ডি কার্ভড স্ক্রিন। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে লাভা সংস্থার নতুন ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ভিজিএ ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর যা গেম খেলার পক্ষে বেশ ভাল। অর্থাৎ নতুন স্মার্টফোনে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। 

  • এই ফোনের রুয়ামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 




Oppo Smartphone: ওপ্পো সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে পারে ওপ্পো এফ২৩ প্রো ৫জি (Oppo F23 Pro 5G) ফোন। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series Phone) এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ভারতে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এর পাশাপাশি জানা গিয়েছে, ওপ্পো এফ২১ প্রো ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। গতবছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। 


আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !