Oppo Smartphone: ওপ্পো সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে পারে ওপ্পো এফ২৩ প্রো ৫জি (Oppo F23 Pro 5G) ফোন। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series Phone) এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ভারতে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এর পাশাপাশি জানা গিয়েছে, ওপ্পো এফ২১ প্রো ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ওপ্পো এফ২৩ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। গতবছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হয়েছিল।
Lava Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট ফোন লাভা ব্লেজ ১এক্স ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে?
ABP Ananda | Sohini Chakrabarty | 30 Apr 2023 10:57 PM (IST)
Lava Blaze 1X 5G: লাভা ব্লেজ ১এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর যা গেম খেলার পক্ষে বেশ ভাল। অর্থাৎ নতুন স্মার্টফোনে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা।
ছবি সূত্র- ট্যুইটার