Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ প্রো (Lava Blaze 2 Pro) ফোন। লাভা সংস্থা একটি দেশীয় কোম্পানি (Indian Company)। ১০ হাজার টাকার কমে নতুন ফোন লঞ্চ করেছে এই সংস্থা। আপাতত লাভা কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা যাচ্ছে। জানা গিয়েছে, লাভা ব্লেজ ২ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। সেখানে একটি ২.৫ডি কার্ভড স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ প্রো ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। তবে এই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। ফোনের ইনবিল্ট স্টোরেজ (যা ব্যবহার হয়নি) তার সাহায্যে এই ফোনের র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। Thunder Black, Swag Blue এবং Cool Green- এই তিনটি রঙে লাভা ব্লেজ ২ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে যার দাম ৯৯৯৯ টাকা। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে, কোথা থেকে কেনা যাবে, তা এখনও জানা যায়নি। 


লাভা ব্লেজ ২ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এটি একটি ৪জি ফোন। 

  • একটি অক্টা-কোর Unisoc T616 প্রসেসর রয়েছে লাভা ব্লেজ ২ প্রো ফোনে। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে লাভা ব্লেজ ২ প্রো ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • লাভা ব্লেজ ২ প্রো ফোনে রয়েছে ৪জি এলটিই, ব্লুটুত ৫.০, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের সাপোর্ট।

  • ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার। 


ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এ' সিরিজের নতুন ফোন


ওপ্পো এ৩৮ (Oppo A38) ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে ওপ্পোর এই স্মার্টফোন (Oppo Smartphones)। Glowing Black এবং Glowing Gold- এই দুই রঙে ওপ্পো এ৩৮ ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯টাকা। ওপ্পোর ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল নোকিয়া 'জি' সিরিজের নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে এই মডেলে?