Lava Blaze Pro: ভারতে নিজস্ব মোবাইল নির্মাণকারী সংস্থা ‘লাভা’। তাদের নতুন ফোন Lava Blaze Pro ভারতে লঞ্চ হতে চলেছে। এখনও ভারতে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি Lava Blaze Pro ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ‘লাভা’ সংস্থার আসন্ন এই ফোন Lava Blaze ফোনের সাকসেসর মডেল হতে চলেছে বলে শোনা গিয়েছে। জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze ফোন। জানা গিয়েছে, Lava Blaze Pro ফোনে থাকতে পারে একাধিক রঙের অপশন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই ফোনে একটি ৫০ মেগাপিক্সের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।


এই ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। শোনা যাচ্ছে, চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে Lava Blaze Pro ফোন। এর পাশাপাশি শোনা গিয়েছে, ফোনের পিছনের অংশে বাঁদিকের উপরে কোণের দিকে ক্যামেরা সেটআপ থাকবে। ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। তার উপরে একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর।


Lava Blaze ফোন 


চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze ফোন। এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। এই ফোনের দাম মাত্র ৮৬৯৯ টাকা। তবে দাম কম হলেও নজর কেড়েছে এই ফোনের ফিচার। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৬৯৯ টাকা। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস গ্রিন এবং গ্লাস রেড, এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ফোন। 


Lava Blaze ফোনের স্পেসিফিকেশন ও ফিচার



  • ১। ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এই ফোনে ৬.৫১ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। তার উপরে রয়েছে একটি হোল পাঞ্চ ডিজাইন।

  • ২। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। এর সঙ্গে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকছে। ফোনের ফ্রি স্টোরেজ ব্যবহার করে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনের ৬৪ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ৩। লাভা ব্লেজ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে, যার মধ্যে আবার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। সেই সঙ্গে রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ ফিচার।

  • ৪। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে লাভা ব্লেজ ফোনে। একবার চার্জ দিলে প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম এবং ২৫ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৩০ আলট্রা? কী কী ফিচার থাকতে পারে