Lenovo Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা। মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার। আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। ২০২২ সালের ফিসক্যাল ইয়ারের শেষে প্রায় ৭৫ হাজার কর্মী ছিল লেনোভো সংস্থার। কিন্তু সেই পরিসংখ্যানে ভাটা পড়তে চলেছে।
WRAL TechWire- এর রিপোর্টে লেনোভো সংস্থায় কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। গ্লোবাল মার্কেটে PC ব্যবসায় লাগাতার মন্দা দেখা দেওয়ার ফলে এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের মতো কড়া পদক্ষেপ নিতে চলেছে লেনোভো সংস্থা। প্রসঙ্গত ফেব্রুয়ারি মাস থেকেই খরচ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলোচনা করছে এই সংস্থার কর্তৃপক্ষ। লেনোভোর সিইও Yuanqing Yang-ও খরচ নিয়ন্ত্রণার বার্তাই দিয়েছিলেন। সূত্রের খবর, যেসমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে তাঁদের শেষ কাজের দিন হতে চলেছে ১৫ মে। সংস্থার একাধিক বিভাগে এই ছাঁটাইয়ের প্রভাব পড়বে। একধাক্কায় লেনোভো সংস্থার ওয়ার্ক ফোর্স প্রায় ৮ শতাংশ কমে যাবে। বিশ্বজুড়ে ৬০ হাজারের বেশি কর্মী রয়েছে লেনোভো সংস্থার।
২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই। উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মীছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া। সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে মেটা। এই সংস্থা জানিয়েছে, চলতি বছর এপ্রিল এবং মে মাসে কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে তারা। এর পাশাপাশি অ্যাকসেঞ্চার সংস্থাও জানিয়েছে ১৮ মাসের মধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এছাড়াও অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছে তারা এখনও বেশ কিছু বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই পর্যায়ের ছাঁটাইয়ের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে মেটা, অ্যামাজন এবং অ্যাকসেঞ্চার থেকে ফের ব্যাপক হারে কর্মী ছাঁটাই হবে।