এক্সপ্লোর
Advertisement
Mi 11 Lite: ভারতে এমআই ১১ লাইট ফোনের বিক্রি বন্ধ হতে পারে! কিন্তু কেন? জেনে নিন
Xiaomi Smartphone: ভারতে এমআই ১১ লাইট ফোনের বিক্রি বন্ধ করে দিতে পারে শাওমি সংস্থা।
Mi 11 Lite: ভারতে গত বছর জুন মাসে লঞ্চ হয়েছিল এমআই ১১ লাইট (Mi 11 Lite) স্মার্টফোন। এই ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। শোনা যাচ্ছে, ভারতে এই ফোনের বিক্রি বন্ধ করতে পারে শাওমি (Xiaomi) সংস্থা। বলা হচ্ছে, এই ফোনের সাকসেসর মডেল শাওমি ১২ লাইট (Xiaomi 12 Lite) ভারতে লঞ্চ হলে এমআই ১১ লাইট ফোন দেশে বন্ধ করে দেওয়া হতে পারে। টিপস্টার পারস গগলানি এই তথ্য প্রকাশ্যে এনেছে। ট্যুইটারে জানিয়েছেন তিনি। বলা হচ্ছে, শাওমি ১২ ফোনের অনেক ফিচার অনেকটাই আইফোন ১২- র মতো। তবে এই ফোন এখনও ভারতে লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে সেই ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
একনজরে দেখে নেওয়া যাক শাওমি ১২ লাইট ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- শাওমি ১২ লাইট ফোন একটি মিড-রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ চিপসেট। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ বেসড MIUI 13-র সাহায্যে।
- শাওমি ১২ লাইট ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমির দাবি, ভিডিয়ো দেখা এবং গেম খেলার ক্ষেত্রে দারুণ ভাল অভিজ্ঞতা দেবে এই ফোন। Dolby Vision এবং HDR10+ সাপোর্ট রয়েছে শাওমি ১২ লাইট ফোনের স্ক্রিনে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। যার ফলে হাত থেকে ফোন পড়ে গেলেও ডিসপ্লেতে কোনও সমস্যা হবে না।
- শাওমি ১২ লাইট ফোনের রেয়ার প্যানেলে বা পিছনের অংশে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 সেনসর। এর সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর রয়েছে একটি পাঞ্চ হোল। আর সেখানে সেট করা রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫জি সাপোর্ট। ভারতে এখনও এই ফোন লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement