Moto G62 5G: ভারতে লঞ্চ হল মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) নতুন ৫জি ফোন মোটো জি৬২ (Moto G62 5G)। দেশে একের পর ‘জি’ সিরিজের ফোন লঞ্চ করে ব্যবসা বাড়াচ্ছে মোটরোলা (Motorola Smartphone) সংস্থা। কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল মোটোরোলা ‘জি’ সিরিজের আরও একটি ফোন মোটো জি৩২। এবার লঞ্চ হল মোটো জি৬২ ৫জি। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। এছাড়াও রয়েছে স্টিরিও স্পিকার এবং সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
ভারতে মোটো জি৬২ ৫জি ফোনের দাম ও উপলব্ধতা
মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Blue এবং Midnight Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৬২ ৫জি ফোন। ১৯ অগস্ট থেকে শুরু হবে ফোনের বিক্রি। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
মোটো জি৬২ ৫জি ফোনের দামে বিভিন্ন অফার
ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে মোটো জি৬২ ৫জি ফোন কিনলে ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন। তার ফলে মোটো জি৬২ ৫জি ফোনের দুটো ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমের ১৬,৭৫০ টাকা এবং ১৮,২৪৯ টাকা। জিও গ্রাহকরা এই ফোন কিনলে রিচার্জের ক্ষেত্রে ৪০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। তার সঙ্গে মিন্ত্রা অনলাইন শপিং অ্যাপে ৫০০ টাকা ভাউচার এবং জি৫- এর এক বছরের সাবস্ক্রিপশনে ৫৪৯ টাকা ছাড় পেতে পারেন।
মোটো জি৬২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে মোটো জি৬২ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম।
- মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
- এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- মোটো জি৬২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, ডুয়াল মাইক্রোফোন। ফোনের ওজন ১৮৪ গ্রাম।
আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি, দেখুন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন