Motorola Edge Smartphones: খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে মোটোরোলা (Motorola Smartphones) সংস্থার নতুন ফোন মোটো এজ ৫০ আলট্রা (Motorola Edge 50 Ultra)। অনুমান, এই ফোনের সঙ্গেই লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ সিরিজের (Motorola Edge 50 Series) অন্যান্য মডেলও। এর মধ্যে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) আগামী ৩ এপ্রিল লঞ্চ হবে একথা আগেই ঘোষণা করেছে সংস্থা। এর পাশাপাশি মোটোরোলা এজ ৫০ ফিউশন (Motorola Edge 50 Fusion) ফোনের নাম অনলাইনে প্রকাশ হয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে, এই তিনটি ফোন একই দিনে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তবে মোটোরোলা সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


অন্যদিকে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন সম্পর্কে সম্প্রতি বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, চলুন সেগুলি কী কী দেখে নেওয়া যাক 



  • তিনটি রঙে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন। Beige, Black, Peach Fuzz - এই তিন রঙে লঞ্চের কথা শোনা গিয়েছে। 

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের ব্যাক প্যানেলে (black এবং peach ভ্যারিয়েন্টের ক্ষেত্রে) থাকতে পারে একটি faux leather ডিজাইন।

  • এই ফোনের রেয়ার প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। সেখানে একটি গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব দেখা যেতে পারে।

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের beige রঙের মডেলে একটি টেক্সচার্ড রেয়ার প্যানেল লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও এই মডেলে একটু উঁচু ক্যামেরা মডিউল থাকতে পারে ব্যাক প্যানেলে। আলাদা করে ক্যামেরা সেনসর সেট করার কোনও জায়গা থাকবে না বলেই অনুমান।

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে থাকবে তিনটি ক্যামেরা সেনসর এবং তার সঙ্গে থাকবে একটি ওষুধের ক্যাপস্যুলের আকারের এলইডি ফ্ল্যাশ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এবং তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৭৫ মিলিমিটারের পেরিস্কোপ লেন্স। এই লেন্সে আবার ৫এক্স অপটিকাল জুম ফিচার যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়াও থাকতে পারে লেসার অটফোকাসের সাপোর্ট। 

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে একটি কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে। এর উপরের বর্ডারের দিকে মাঝ বরাবর থাকবে পাঞ্চ হোল আক্ট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে দুটো আলাদা ভলিউম বাটন এবং একটি পাওয়ার বাটন থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের নীচের দিকের অংশে থাকবে একটি সিম ট্রে, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি মাইক এবং স্পিকার। 

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI- এর সাহায্যে। 


আরও পড়ুন- কী কী ফিচার থাকতে পারে রেডমি নোট ১৩ টার্বো ফোনে? গ্লোবাল মার্কেটে এই ফোন কীভাবে লঞ্চ হতে পারে?