Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন (Samsung Galaxy M55 5G)। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে, একথা জানা গেলেও প্রকাশ্যে আসেনি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক। মূলত এই ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে। সেখান থেকে এই ফোনের রং এবং রেয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। একাধিক সার্টিফিকেশন সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে জানা গিয়েছে।
টিপস্টার মুকুল শর্মা স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনের লাইভ ছবি এক্স মাধ্যমে শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, খুব তাড়াতাড়ি ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে। কালো এবং নীল রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে। যে ছবি এই টিপস্টার শেয়ার করেছেন সেখানে ফোনের রেয়ার প্যানেলে কালো এবং নীল রং দেখা গিয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে তিনটি আলাদা গোলাকার ক্যামেরা সেনসর দেখা গিয়েছে। ফোনের বাঁদিকে, উপরের দিকের কোণে এই ক্যামেরা সেনসরগুলি সজ্জিত থাকবে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশও থাকবে। এছাড়াও ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে ফোনের ডানদিকের।
স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্ট। এছাড়াও থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। আর এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI- এর সাপোর্টে।
ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ও২ ফোন
ভারতে লাভা সংস্থা নতুন ফোন লঞ্চ করতে চলেছে একথা আগেই জানা গিয়েছে। লাভা ও২ ফোন লঞ্চ হবে ভারতে। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। এক্স মাধ্যমে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২২ মার্চ ভারতীয় সময় দুপু ১২টায় এই ফোন লঞ্চ হবে।
আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটের চার্জে সারাদিন চালু থাকবে ফোন ! ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪