NIT Jobs: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির দুর্গাপুরের (Durgapur NIT Jobs) শাখায় শিক্ষক নিয়োগ হবে। NIT-র পক্ষ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে মোট ৪৩টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। মূলত স্পেশালাইজেশন ধরেই হবে এই অধ্যাপক নিয়োগ। আলাদা আলাদা পদের যোগ্যতা উল্লিখিত হয়েছে। আবেদন করা যাবে অনলাইনে। আগামী মাসের মধ্যেই করে ফেলতে হবে আবেদন। দেখে নিন কীভাবে আবেদন করবেন, কোন স্পেশালাইজেশনে কতগুলি শূন্যপদ আছে।


কত শূন্যপদ


বিভিন্ন পদে অধ্যাপক নিয়োগ হবে দুর্গাপুর এনআইটিতে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের গ্রেড ১ ও গ্রেড ২ স্তরের জন্য শূন্যপদ আছে ৩৭টি। অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসরের শূন্যপদ রয়েছে যথাক্রমে ৫টি ও ১টি। মোট ৪৩টি শূন্যপদে দুর্গাপুর এনআইটিতে নিয়োগ হবে।


কত বেতন


মূলত এই পদে নির্বাচিত প্রার্থীরা দশম, একাদশ ও দ্বাদশ পে লেভেলের ভিত্তিতে বেতন পাবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে নিয়গ হবে চুক্তির ভিত্তিতে। এই পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭০,৯০০ টাকা থেকে বেতন পাবেন। এটি গ্রেড ২-এর জন্য বেতন। তবে গ্রেড ১-এর জন্য স্থায়ী পদে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা পে লেভেল ১২ অনুযায়ী ১,০১,৫০০ টাকা বেতন পাবেন। অ্যাসোসিয়েট প্রফেসর পদে (Durgapur NIT Jobs) নির্বাচিত প্রার্থীরা মাসিক ১,৩৯,৬০০ টাকা বেতন পাবেন। অন্যদিকে অধ্যাপক হিসেবে নির্বাচিত হলে শুরুতেই ১,৫৯,১০০ টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা।


কতদিন পর্যন্ত আবেদন করা যাবে


বিগত ১১ মার্চ দুর্গাপুর এনআইটির (Durgapur NIT Jobs) ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদে আবেদনের শেষ দিন আগামী ৩০ দিনের মধ্যে। অর্থাৎ ১১ এপ্রিলের মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে।


এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানতে নজর রাখুন https://nitdgp.ac.in/p/careers ওয়েবসাইটে।


ESIC-তেও অধ্যাপক নিয়োগ হবে


অধ্যাপনার সঙ্গে যুক্ত হতে চাইলে কিছুদিন আগেই রাজ্য বিমা কর্পোরেশনের নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। মোট ১০৯টি শূন্যপদে ESIC নিয়োগ করবে অধ্যাপক, সুপার স্পেশালিস্ট ও সিনিয়র রেসিডেন্ট ইত্যাদি পদে। ডেপুটেশনের ভিত্তিতে হবে এই নিয়োগ। অধ্যাপক পদে ESIC-তে নিযুক্ত হলে মাসিক ২,০১,২১৩ টাকা, অ্যাসোসিয়েট অধ্যাপক পদে মাসিক ১,৩৩,৮০২ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নির্বাচিত প্রার্থীরা মাসে ১,১৪, ৯৫৫ টাকা বেতন পাবেন। ESIC-তে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৭০ বছর। কোনও লিখিত পরীক্ষা হবে না, আবেদনপত্র নির্বাচিত হলে ডাকা হবে ইন্টারভিউর জন্য। সেভাবেই হবে নিয়োগ।


আরও পড়ুন: ESIC Recruitment: রাজ্য বিমা কর্পোরেশনে অধ্যাপক সহ আরও অন্যান্য পদে নিয়োগ, শূন্যপদ কত ? কারা আবেদন করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI