OnePlus 10 Update: ওয়ানপ্লাস ৯-এর সাফল্যের পর চলতি বছরেই ওয়ানপ্লাস ১০ স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। অন্তত তেমনই খবর প্রকাশ করছে টেক সাইটগুলি। সম্প্রতি, OnePlus 10-এর রেন্ডার ও স্পেসিফিকেশন-সহ ছবি ফাঁস হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরা মডিউল ছাড়া নকশাটি ওয়ানপ্লাস 10 প্রো এর মতোই দেখতে হবে। সর্বশেষ স্ন্যাপড্রাগন 8+ জেনারেল চিপে চলবে এই ফোন।
OnePlus 10: নাম নিয়ে রয়েছে সন্দেহ
তবে এই ফোনের নাম নিয়ে এখনও সন্দেহ রয়েছে। OnePlus 10, 10 Pro ও 10 R থেকে বেছে নেওয়া হতে পারে ফোনের নাম। কোম্পানি এটি OnePlus 10T-ও নাম দিতে পারে। প্রসেসরের কথা বললে, হাই-এন্ড 10 প্রো-এর থেকে বেশি শক্তিশালী হতে পারে নতুন ফোনের প্রসেসর। হ্যান্ডসেটটি গত বছরের ওয়ানপ্লাস 9 স্মার্টফোনটিকে প্রতিস্থাপন করতে পারে।
OnePlus 10 Update: ওয়ানপ্লাস 10-এর ডিসপ্লে কেমন হবে ?
ওয়ানপ্লাস 10-এ থাকবে সেন্ট্রাল পাঞ্চ-হোল কাট-আউট, স্লিম বেজেল ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পিছনে এটি LED ফ্ল্যাশ সহ একটি পূর্ণ-দৈর্ঘ্যের ট্রিপল ক্যামেরা ইউনিট সহ আসবে। হ্যান্ডসেটটিতে 6.7 ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। যাতে 120Hz-এর রিফ্রেশ রেট ও 20: 9 অ্যাসপেক্ট রেশিও থাকবে। এতে আইকনিক ওয়ানপ্লাস অ্যালার্ট স্লাইডার থাকবে না।
OnePlus 10: ওয়ানপ্লাস 10 এর ক্যামেরায় কী বিশেষ থাকবে ?
ওয়ানপ্লাস 10-এ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যাতে পাবেন একটি 50MP প্রধান শুটার ছাড়াও 16MP আল্ট্রা-ওয়াইড সেন্সর। ফোনে এ ছাড়াও 2MP ম্যাক্রো লেন্স থাকবে। সামনে একটি 32MP সেলফি স্ন্যাপার থাকবে ফোনে।
OnePlus 10 Update: ডিভাইসে 150W ফাস্ট চার্জিং
টেক সাইটগুলির কথা সত্যি হলে, ওয়ানপ্লাস 10-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 চিপসেটে চলবে। নতুন তথ্য অনুযায়ী, হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন 8+ জেনারেল চিপসেটে চলবে। যা 12GB পর্যন্ত RAM ও 256GB স্টোরেজের সাথে যুক্ত হবে। এটি অ্যান্ড্রয়েড 12-ভিত্তিক অক্সিজেন ওএস-এ বুট করবে। এ ছাড়াও ফোনে 150 ওয়াটের দ্রুত চার্জিংয়ের জন্য 4,800mAh ব্যাটারি প্যাক থাকতে পারে।
OnePlus 10-এর দাম
ওয়ানপ্লাস 10 এর আনুষ্ঠানিক মূল্যের বিবরণ লঞ্চের সময় ঘোষণা করা হবে। চলতি বছরের জুলাইতে এটি ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টেক ব্লগারদের জল্পনা অনুসারে এর দাম প্রায় 50,000 টাকা থেকে শুরু হতে পারে।
আরও পড়ুন : Nothing Phone 1: তাক লাগাবে ট্রান্সপারেন্ট ফোন, ভারতে কবে আসছে জানেন ?