OnePlus Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus 10R 5G Prime Blue Edition। এর আগে ওয়ানপ্লাস সংস্থা ভারতে তাদের OnePlus 10R 5G ফোনের আরও দুটো এডিশন লঞ্চ করেছিল। চলতি বছর এপ্রিল মাসেই লঞ্চ হয়েছিল সেই দুই ফোন। নতুন করে লঞ্চ হওয়া OnePlus 10R 5G Prime Blue Edition ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের সঙ্গে মিল রয়েছে OnePlus 10R 5G ফোনের। এই ফোন চলতি বছর এপ্রিল মাসেই ভারতে লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, OnePlus 10R 5G Prime Blue Edition ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ৮১০০ ম্যাক্স প্রসেসর। এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লেও রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস সংস্থা আতদের OnePlus 10R 5G ফোনের স্ট্যান্ডার্ড এবং Endurance এডিশন চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ করেছিল।


ভারতে OnePlus 10R 5G Prime Blue Edition ফোনের দাম


বর্তমানে এই ফোনের বাজার দর ৩৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এই ফোন পাওয়া যাচ্ছে ৩২,৯৯৯ টাকায়। অর্থাৎ ৬০০০ টাকা কমে। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ১০ শতাংশ, প্রায় ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২২ উপলক্ষ্যে এই বিপুল পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে OnePlus 10R 5G Prime Blue Edition ফোনের দামে। অ্যামাজন প্রাইমের মতো নীল রঙে এই ফোন লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।


OnePlus 10R 5G Prime Blue Edition ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

  • একটি মিডিয়াটেক ৮১০০ ম্যাক্স প্রসেসর রয়েছে ওয়ানপ্লাসের এই ফোনে। এছাড়াও রয়েছে 3D Passive Cooling Technology। আর রয়েছে HyperBoost Gaming Engine এবং General Performance Adapter (GPA) Frame Stabilizer। এর ফলে ইউজারদের গেমিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে।

  • ওয়ানপ্লাসের এই স্পেশাল ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এই ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম।


আরও পড়ুন- ইনস্টাগ্রামে গণ্ডগোল, ট্যুইটারে ক্ষোভ জানাচ্ছেন নেটিজেনরা