OnePlus Earbuds: ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা ! ইউজারদের কী চমক দিতে চলেছে ওয়ানপ্লাস?

OnePlus Buds 3: ওয়ানপ্লাস সংস্থার তরফে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডসে ৪৪ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

Continues below advertisement

OnePlus Earbuds: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ফোনের সঙ্গে। আগামী ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস বাডস ৩ (OnePlus Buds 3)। আনুষ্ঠানিক লঞ্চের আগে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় রয়েছে ইয়ারবাডসের ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন। ওয়ানপ্লাস সংস্থার তরফে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডসে ৪৪ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে এই ইয়ারবাডসে প্রায় ৭ ঘন্টা শোনা যাবে বলেও দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। চিনে ওয়ানপ্লাস বাডস ৩ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সেখানেও একই ধরনের ব্যাটারি ব্যাকআপ নিয়েই লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। ওয়ানপ্লাস সংস্থার দাবি চিনে লঞ্চ হওয়া ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলেও একবার চার্জ দিলে ৬.৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাবেন ইউজাররা। আর চার্জিং কেস সমেত এই প্লেব্যাক পাওয়া যাবে ২৮ ঘণ্টা পর্যন্ত। 

Continues below advertisement

একনজরে ওয়ানপ্লাস বাডস ৩ - এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক (চিনের ভ্যারিয়েন্ট)

  • এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে 94ms লো ল্যাটেন্সি মোড। 
  • এই ওয়্যারলেস ইয়ারবাডসে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন ইউজাররা। LHDC 5.0 Hi-Res Audio টেকনোলজির সাপোর্ট রয়েছে এখানে। 
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার কারণে এই মোড চালু থাকলে আশপাশে অপ্রয়োজনীয় শব্দ আপনার কানে আসবে না। 
  • ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডসে তিনটি মাইক্রোফোন রয়েছে। এর সঙ্গে রয়েছে টাচ কন্ট্রোল ফিচারের সাপোর্ট। এর সাহায্যে মিউজিক প্লেব্যাক, ভলিউম অ্যাডজাস্টমেট অর্থাৎ গান পরিবর্তন এবং আওয়াজ কমানো-বাড়ানো সম্ভব।
  • এই ইয়ারবাডসে রয়েছে 3D surround space সাউন্ড এফেক্ট এবং Dynamic Bass টেকনোলজি। একটি 58mAh ব্যাটারি রয়েছে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসে। আর চার্জিং কেসে রয়েছে 520mAh ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে ওয়ানপ্লাস বাডস ৩- এর দাম কত হতে পারে

চিনে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে CNY 499 দামে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮০০ টাকা। ভারতে ওয়ানপ্লাস বাডস ৩- এর দাম এর আশপাশেই থাকবে বলে অনুমান। তবে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এই ইয়ারবাডসের ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশন চিনে লঞ্চ হওয়া মডেলের মতো অনেকটাই হতে পারে বলে অনুমান। এক্ষেত্রেই সুনির্দিষ্ট ভাবে কিছু প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন- রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজে থাকতে চলেছে 120x Super Zoom, আর কী কী ক্যামেরা ফিচার থাকবে?

Continues below advertisement
Sponsored Links by Taboola