OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জুলাই। এর সঙ্গে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোন এবং ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর ইয়ারবাডসও একই দিনে ভারতে লঞ্চ হবে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন সম্ভবত OnePlus Ace 2V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনের কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই ঘোষণা করেছে সংস্থা। এবার এই ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কে জানা গিয়েছে। 


ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার কেমন হতে চলেছে


এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে AMOLED প্যানেল থাকতে চলেছে। সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। Tempest Gray এবং Misty Green- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন। একটি অ্যালার্ট স্লাইডার থাকতে পারে এই ফোনে। জানা গিয়েছে, ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজ থাকবে ওয়ানপ্লাসের আসন্ন ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ বেসড OxygenOS 13.1 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হবে। 


ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। সেখানে একটি Sony IMX890 প্রাইমারি সেনসর থাকবে। তার সঙ্গে থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে সম্ভবত একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও অনুমান, NFC কানেক্টিভিটি এবং ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত ডুয়াল স্পিকার থাকতে পারে। 


Budget Smartphoe: আইটেল (Itel A60s) সংস্থা তাদের বাজেট স্মার্টফোনের (Budget Smartphone) জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ভারতে। কম দামে ভাল ফিচার সম্পন্ন লঞ্চ করে এই সংস্থা। চিনের এই কোম্পানির বেশিরভাগ ফোনের দাম অতত বেস মডেলের দাম ১০ হাজার টাকার কমই থাকে। এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইটেল এ৬০। শোনা যাচ্ছে, এবার তারই একটি আপগ্রেডেড ভার্সান আইটেল এ৬০এস ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনের দাম হবে ৭ হাজার টাকারও কম। ৮ জিবি র‍্যাম থাকবে এই ফোনে। ৪ জিবি ইনবিল্ট র‍্যাম, বাকি ৪ জিবি র‍্যাম এক্সপ্যানশন করা যাবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- ভারতে রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনের দাম কত হতে পারে?