OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোনের দাম কমেছে ভারতে। এবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ৫জি মডেল। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ চিপসেট। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে। 


ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের দাম ভারতে কত


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৩৩,৯৯৯ টাকা। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৩৭,৯৯৯ টাকা। বর্তমানে এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা। Misty Green এবং Tempest Gray- এই দুই রঙে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ICICI Bank, Citi Bank, One Card Credit Card হোল্ডারদের ক্ষেত্রে ২০০০ টাকা অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। 


ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির AMOLED প্যানেল যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর।

  • ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেনসর রয়েছে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 সেনসর, যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। এই ফোনে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোএ একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জলের ঝাপটা এবং ধুলোয় ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটূথ ৫.৩, এনএফসি এবং জিপিএস সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১১ সিরিজ? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y