OnePlus Smartphone: ভারতে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে আগামী মাসে। জানা গিয়েছে, পয়লা এপ্রিল (১ এপ্রিল) ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন। এই ফোনে SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছিল আগেই। এবার নিশ্চিত ভাবে জানা গিয়েছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়াও জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকবে। এর সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের চার্জিং ফিচার 


ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে ওয়ানপ্লাসের আসন্ন ফোন নিয়ে। সেখান থেকেই নিশ্চিত ভাবে জানা গিয়েছে যে এই ফোনে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। মাত্র ১৫ মিনিট চার্জ দিলে সারাদিন চালু থাকবে ফোন। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনে ৮০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। সাকসেসর মডেলে তার থেকে উন্নত প্রসেসর থাকতে চলেছে। 


ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের প্রসেসর, র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট 


এই ফোনে থাকতে চলেছে একটি ৪ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। এই অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে এই ফোনে রয়েছে র‍্যাম এক্সপ্যানশন টেকনোলজি। এর সাহায্যে অনবোর্ড মেমরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোন ভারতে লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 


আরও পড়ুন- ভারতে লাভা ও২ ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই মডেলে?