Oppo Enco Buds 2: ভারতে নতুন ইয়ারবাডস (Earbuds) লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা ওপ্পো (oppo) ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) ওপ্পো এনকো বাডস ২ (Oppo Enco Buds 2)- এর নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান যে এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, ওপ্পো সংস্থার আসন্ন এই ইয়ারবাডসে প্রায় ২৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। এছাড়াও ফাস্ট চার্জিং, AI নয়েজ ক্যানসেলেশন এবং আরও অনেক আধুনিক ফিচার থাকতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এনকো বাডস ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস।


ভারতে ওপ্পো এনকো বাডস ২- এর  সম্ভাব্য দাম


সম্ভবত ২৫ অগস্ট ভারতে এই ইয়ারবাডস লঞ্চ হতে পারে। আর বিক্রি শুরু হতে পারে ২৭ অগস্ট থেকে। বিশ্বের অন্যান্য অনেক দেশে ইতিমধ্যেই এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। ভারতে ওপ্পো এনকো বাডস ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম কত হতে পারে সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।


ওপ্পো এনকো বাডস ২- এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ইয়ারবাডসে থাকতে পারে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এছাড়াও Dolby Atmos টেকনোলজি থাকতে পারে এই ইয়ারবাডসে।

  • একবার চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ২৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আর চার্জিং কেস ছাড়া ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকতে পারে এই ইয়ারফোনে।

  • ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে ওপ্পো এনকো বাডস ২ ইয়ারবাডসে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় এক ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ইয়ারবাডসে।

  • একটি low latency গেম মোড এবং AI নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পোর আসন্ন এই ইয়ারবাডসে। ফলে গেম খেলা এবং ফোন কলে কথা বলার ক্ষেত্রে ভাল অভিজ্ঞতা পাবেন ইউজাররা।

  • এই ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। ব্লুটুথ ভি ৫.২ সাপোর্ট থাকতে পারে এই ইয়ারবাডসে। এছাড়াও থাকতে পারে একটি in ear ডিজাইন।


ভারতে ওপ্পোর এই ইয়ারবাডস লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। দাম সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে এই ইয়ারবাডস যে ভারতে লঞ্চ হবে তা মোটামুটি নিশ্চিত।


আরও পড়ুন- কোন কোন রঙে আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে?