Oppo Foldable Phone: ওপ্পো সংস্থা তার ফোল্ডেবল স্মার্টফোন ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। জানা গিয়েছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন। গত মাসেই গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। এবার মার্চ মাস অর্থাৎ চলতি মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ। তবে এখনও ওপ্পো সংস্থা নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। এর পাশাপাশি জানানো হয়েছে আগামী ১৩ মার্চ ভারতে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের দাম প্রকাশ্যে আনবে সংস্থা। 


একনজরে দেখে নেওয়া যাক ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে থাকবে একটি ৬.৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এছাড়াও একটি ৩.২৬ ইঞ্চির সেকেন্ডারি AMOLED ডিসপ্লে থাকবে ওপ্পোর এই ফোল্ডেবল ফোনে। 

  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর থাকবে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। 

  • ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে।

  • ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের SuperVOOC চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে। 


Samsung Galaxy A Series: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন সম্ভবত মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুর দিকে লঞ্চ হতে চলেছে ভারতে। গ্লোবাল মার্কেটে মার্চ মাসের মাঝামাঝি সম্ভবত ১৫ মার্চ লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। আর ভারতে লঞ্চ হতে পারে মাসের শেষের দিকে। 


Moto G73 5G: মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Moto G Series) ফোন মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G) ভারতে লঞ্চ হতে চলেছে ১০ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। এবার মোটো জি৭৩ ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও এই ফোনের কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ভারতে মোট জি৭৩ ফোনের দাম হতে পারে ২০ হাজার টাকার কম। অর্থাৎ বেস মডেলের দাম ২০ হাজার টাকার কমই থাকবে। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।  


আরও পড়ুন- এলন মাস্কের বড় ঘোষণা, ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা