Oppo Smartphone: ওপ্পো ‘কে’ সিরিজের (Oppo K Series) নতুন ফোন ওপ্পো কে১০এক্স (Oppo K10x) লঞ্চ হয়েছে চিনে। এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ওপ্পোর এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS 12.1- র সাহায্যে। এই স্মার্টফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওপ্পো কে১০এক্স ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি। দুটো রঙে চিনে লঞ্চ হয়েছে ওপ্পোর এই ফোন।


চিনে ওপ্পো কে১০এক্স ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,499- ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY 1,699- ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৩০০ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,999- ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৭০০ টাকা। Aurora এবং Polar Night- এই দুই রঙে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো কে১০এক্স ফোন।


ওপ্পো এক১০এক্স ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS 12.1- র সাহায্যে।

  • তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে চিনে লঞ্চ হয়েছে এই ফোন। সেগুলি হল ৮ জিবি র‍্যাম-১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম-২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম-২৫৬ জিবি স্টোরেজ।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওপ্পো কে১০এক্স ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের আর একটি ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের র‍্যাপিড চার্জিং সাপোর্ট রয়েছে। ফোন যাতে অনেকক্ষণ ব্যবহার করলে গরম না হয়ে যায় সেই জন্য তাও নির্গমন করার বিশেষ ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।


আরও পড়ুন- ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই৫২টি লঞ্চ হয়েছে, দেখে নিন দাম ও ফিচার