Oppo Reno 10 Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে? দামই বা কত হতে পারে?
Oppo Smartphone: টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে।
Oppo Reno 10 Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series) লঞ্চের সম্ভাব্য সময় ফাঁস হয়েছে অনলাইনে। এর আগে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ সিরিজ। জানা গিয়েছে, ওপ্পো রেনো ১০ সিরিজে রয়েছে রেনো ১০ (Oppo Reno 10), রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং রেনো ১০ প্রো প্লাস ৫জি (Oppo Reno 10 Pro Plus 5G) ফোন। ওপ্পো সংস্থা তাদের রেনো ১০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এই স্মার্টফোন সিরিজের লঞ্চের পাশাপাশি র্যাম, স্টোরেজ, রঙ সম্পর্কেও আভাস দিয়েছেন। টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। Silver Grey, Confidential Black, Dream Gold- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোন।
ওপ্পো রেনো ১০ সিরিজের ফোনের সম্ভাব্য র্যাম ও স্টোরেজ এবং সম্ভাব্য দাম
ওপ্পো রেনো ১০ সিরিজের বেস মডেল ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। দাম থাকতে পারে ৩১ থেকে ৩৩ হাজার টাকার মধ্যে। ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি ফোন দুটি লঞ্চ হতে পারে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। ওপ্পো রেনো ১০ প্রো ফোনের দাম হতে পারে ৩৫ থেকে ৩৯ হাজার টাকার মধ্যে। অন্যদিকে ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি ফোনের দাম হতে পারে ৪১ থেকে ৪৩ হাজার টাকার মধ্যে।
Vivo V29 Pro: ভিভো ভি২৯ সিরিজ (Vivo V29 Series) ভারতে লঞ্চ হতে চলেছে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। এক টিপস্টারের দাবি, ভিভো ভি২৯ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসে অর্থাৎ জুন মাসে। ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) সাকসেসর হিসেবে ভিভো ভি২৯ সিরিজ লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, ভিভো ভি২৯ প্রো (Vivo V29 Pro) ফোন ভারতে লঞ্চ হতে পারে। জুন মাসে এই ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে কার্ভড ফ্রন্ট এবং রেয়ার প্যানেল থাকতে পারে।
Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাংয়ের (Samsung Smartphone) এই ফোনে সংস্থার নিজস্ব octa-core Exynos SoC থাকতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।