Poco Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে পোকো এফ৫ (Poco F5) ফোন। এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে পোকো এফ৫ ফোনে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে পোকো সংস্থার এফ সিরিজের এই ফোন। ভারতে এর আগে লঞ্চ হয়েছিল পোকো এফ৪ ৫জি ফোন। তার সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ৫জি ফোন। বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১২ টার্বো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। যদি এই তথ্য সঠিক হয় তাহলে পোকো এফ৫ ৫জি এবং রেডমি নোট ১২ টার্বো ফোন একই ধরনের হবে।


Vivo Smartphone: চিনে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার দুটো নতুন ফোন। এই দুটি ফোন হল ফোল্ডেবল রেঞ্জের স্মার্টফোন। এবার লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ২ (Vivo X Fold 2) এবং ভিভো এক্স ফ্লিপ (Vivo X Flip)- এই দুই ফোন। ভিভো এক্স ফোল্ড ২ ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। Shadow Black, China Red এবং Azure Blue- এই তিন রঙে লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ২ ফোন। অন্যদিকে ভিভো এক্স ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। Diamond Black, Ling Purple এবং Silk Gold- এই তিনটি রঙে। ভারত এবং গ্লোবাল মার্কেটে ভিভো সংস্থার এই দুই ফোল্ডেবল লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। 


Lava Mobiles: ভারতের নিজস্ব সংস্থা 'লাভা' (Lava)। এই সংস্থার নতুন মোবাইল লঞ্চ হতে চলেছে দেশে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৫জি (Lava Agni 5G) ফোন। এবার আসতে চলেছে তার সাকসেসর মডেল লাভা অগ্নি ২ ৫জি (Lava AGni 2 5G) ফোন। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। আসন্ন লাভা সংস্থার স্মার্টফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে। নির্দিষ্ট ভাবে এই ফোনের দাম এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- এক শতাংশ চার্জেও ফোন চালু থাকবে প্রায় এক ঘণ্টা, শাওমি ১৩ আলট্রা মডেলে আর কী কী চমক রয়েছে?