Poco Smartphone: ভারতে পোকো এক্স৬ ৫জি (Poco X6 5G) ফোন এখন পাওয়া যাচ্ছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সমেত। পোকো (Poco X6 Series) এক্স৬ ৫জি ফোনের এই নতুন ভ্যারিয়েন্টের আগে ভারতে এই মডেল (Poco Smartphone) লঞ্চ হয়েছিল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। পোকো সংস্থার এই ফোন পরিচালিত হয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাহায্যে। পোকো এক্স৬ ৫জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে।
পোকো এক্স৬ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম ভারতে কত
১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হওয়া পোকো এক্স৬ ৫জি ফোনের দাম দেশে ২৩,৯৯৯ টাকা। মিরর ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট- এই দুই রঙে কেনা যাবে ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন পোকো এক্স৬ ৫জি ফোনের নয়া মডেল। যেসব ক্রেতারা আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস এবং এসবিআই- এর ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করবেন অথবা এই ব্যাঙ্কের মাধ্যমে ইএমআই ট্রানজাকশন করবেন, তাঁরা ৩০০০ টাকা ছাড় পাবেন।
এর আগে লঞ্চ হওয়া পোকো এক্স৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ২৪,৯৯৯ টাকা।
পোকো এক্স৬ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hype অপারেটিং সফটওয়্যার। এর সাহায্যেই পরিচালিত হয় ফোন। তিন বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।
- পোকো এক্স৬ ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির 1.5K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- পোকো এক্স৬ ৫জি ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- রেডমির নতুন ইয়ারবাডস হাজির ভারতে, দাম কত? থাকছে বিশেষ ছাড়, কারা পাবেন?