Poco Smartphones: পোকো এক্স৬ নিও (Poco X6 Neo) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে না এলেও এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোনের তালিকাতেই জুড়তে চলেছে পোকো এক্স৬ নিও ফোনের নাম। বলা হচ্ছে, মার্চ মাসে পোকো এক্স৬ নিও ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট ভাবে কোনও তারিখ পোকো সংস্থা প্রকাশ করেনি। এর পাশাপাশি আগে ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইটে পোকো এফ৬ (Poco F6) ফোনের নাম দেখা গিয়েছিল। এই ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে কবে তা জানা যায়নি। 


টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে দাবি করেছেন, পোকো এক্স৬ নিও ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে। এটিই পোকো সংস্থার শেষ এক্স সিরিজের মডেল হতে চলেছে যা চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম অর্ধে লঞ্চ হবে। অন্যদিকে পোকো এফ৬ ফোন চলতি বছর জুলাই মাসে লঞ্চ হতে চলেছে বলে দাবি করেছেন ওই টিপস্টার। যদিও দুটো ফোনের ক্ষেত্রেই লঞ্চের কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 


পোকো এক্স৬ নিও ফোন সম্পর্কে যে সম্ভাব্য তথ্যগুলি এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক একনজরে



  • পোকো এক্স৬ নিও ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে থাকবে বলে শোনা গিয়েছে।

  • এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।

  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে পোকো এক্স৬ নিও ফোনে।

  • এছাড়াও একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে পোকো এক্স৬ নিও ফোনে।

  • ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক থাকতে পারে এই ফোনে।

  • পোকো এক্স৬ নিও ফোন IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন সহজে নষ্ট হবে না। 


শোনা গিয়েছে, পোকো এক্স৬ নিও ফোন লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩আর প্রো ফোনের rebadged ভার্সান হিসেবে। এর থেকে অনুমান করা হচ্ছে, এই দুই ফোনে একই ধরনের স্পেসিফিকেশন থাকতে পারে। তাহলে দেখে নেওয়া যাক রেডমি ১৩আর প্রো ফোনে কী কী ফিচার রয়েছে।



  • রেডমির এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • রেডিমি ১৩আর প্রো ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাপোর্টে। এখানে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে রেডমি এ৩ ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে?