Realme Phones: রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে? লঞ্চের আগে ফাঁস
Realme 16 Pro Plus 5G: লঞ্চের পর এই দুই ফোন কেনা যাবে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং একটি ই-কমার্স সংস্থা থেকে। ভারতে ২টো এক্সক্লুসিভ রঙে কেনা যাবে এই ফোন দু'টি।

Realme Phones: রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৬ জানুয়ারি এই ফোন দেশে লঞ্চের কথা রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের রিটেল বক্সের ছবি প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকেই ফাঁস হয়েছে এই ফোনের দাম। রিয়েলমি ১৬ প্রো ৫জি সিরিজের ফোন এই মডেল। এই সিরিজে রিয়েলমি ১৬ প্রো ৫জি ফোনও রয়েছে। লঞ্চের পর এই দুই ফোন কেনা যাবে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং একটি ই-কমার্স সংস্থা থেকে। ভারতে ২টো এক্সক্লুসিভ রঙে কেনা যাবে এই ফোন দু'টি।
Who are asking for it! Here you go!!
— Paras Guglani (@passionategeekz) December 24, 2025
Realme 16 Pro+ box price image!
Small correction! 43,999/- #Realme https://t.co/rUXquth8TE pic.twitter.com/9XDgfOVEBu
ভারতে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন, ফিচার
এই ফোনের দাম ভারতে ৪৩,৯৯৯ টাকা হতে পারে বলে শোনা গিয়েছে। টিপস্টার পারস গগলানি এক্স মাধ্যমে ফোনের রিটেল বক্সের ছবি ফাঁস করেছেন। আর সেখান থেকেই জানা গিয়েছে দাম। তবে বক্স প্রাইস সবসময়েই রিটেল দামের থেকে বেশি হয়। এরপর ক্রেতাদের জন্য বিভিন্ন ছাড়, ব্যাঙ্ক অফার থাকবে। অর্থাৎ ফোন হাতে পাওয়া যাবে বেশ কিছুটা কম দামেই।
রিটেল বক্সে দেখা গিয়েছে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোনের ওজন প্রায় ২০৩ গ্রাম হতে চলেছে। এই ফোনে ১৭.২৭ সেন্টিমিটারের ডিসপ্লে থাকতে চলেছে যা প্রায় ৬.৮ ইঞ্চির। আগামী ৬ জানুয়ারি দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে। ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনে। কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে চলেছে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোনে।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি- এই দুই ফোন
রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল রয়েছে যার দাম ১৮,৪৯৯ টাকা।
রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা।






















