Realme Earphone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৫ এএনসি ইয়ারফোন। নেকব্যান্ড স্টাইলের এই ওয়্যারলেস হেডসেটে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৫০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যানসেলেশন সম্ভব এই হেডফোনের সাহায্যে। ১৩.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার রয়েছে রিয়েলমির নতুন এই ইয়ারফোনে। কুইক চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৫ এএনসি নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন। এছাড়াও রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই নেকব্যান্ড কানেক্ট করা যাবে। রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গেও এই ইয়ারফোন সংযুক্ত করা যাবে।
রিয়েলমি বাডস ওয়্যারলেস ৫ এএনসি ইয়ারফোনের দাম ১৭৯৯ টাকা। ছাড়ের পর এই ইয়ারফোনের দাম ১৫৯৯ টাকা। ২৩ জানুয়ারি বেলা ১২টা থেকে এই ইয়ারফোনের বিক্রি শুরু হয়েছে দেশে। অনলাইনে কেনা যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে এই ইয়ারফোন কেনা যাবে। অফলাইনেও কেনা যাবে নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোন। Dawn Silver, Midnight Black, Twilight Purple - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ইয়ারফোন।
রিয়েলমি বাডস ওয়্যারলেস ৫ এএনসি - এই ইয়ারফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ১৩.৬ মিলিমিটারের dynamic bass driver রয়েছে। ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। তিনটি অ্যাডাপ্টিভ নয়েজ রিডাকশন লেভেল রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনকলের ক্ল্যারিটি আরও পরিষ্কার হয়। অর্থাৎ ফোন এলে স্পষ্টভাবে কথা শোনা যায়।
- নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে এখানে। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারফোন দুটো ডিভাইসে যোগ করা যাবে।
- একবার পুরো চার্জ দিলে ৩৮ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলে একবার চার্জ দিলে ২০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ইয়ারফোন। মাত্র ১০ মিনিটের চার্জে ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্টেটাস এবার শেয়ার করা যাবে অন্যান্য মেটা অ্যাপেও, আসছে নতুন ফিচার