Realme C33: ভারতে বিক্রি শুরু হয়েছে রিয়েলমি সি৩৩ (Realme C33) ফোনের। ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে দেশে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট (Realme Website) থেকে এই ফোন কেনা যাবে। তিনটি রঙ এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩৩ ফোন। একটি ৬.৫ ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে, যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রিয়েলমির এই ফোনে রয়েছে একটি Unisoc T612 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
ভারতে রিয়েলমি সি৩৩ ফোনের দাম ও বিভিন্ন অফার
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভার্সানের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। Aqua Blue, Night Sea, Sandy Gold- এই তিনটি রঙে রিয়েলমি সি৩৩ ফোন গত ৬ সেপ্টেম্বর লঞ্চ হয়েছে ভারতে।
রিয়েলমি সি৩৩ ফোন কেনার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ট্রানজাকশনেও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া সম্ভব। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে ৮৪৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এই সমস্ত ছাড় পাওয়া যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে।
অন্যদিকে রিয়েলমির অফিশিয়াল সাইট থেকে রিয়েলমি সি৩৩ ফোন কেনার ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহার করা হলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন।
রিয়েলমি সি৩৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। অ্যান্ড্রয়েড ১২ বেসড Realme UI S Edition- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- রিয়েলমি সি৩৩ ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T612 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম।
- রিয়েলমি ‘সি’ সিরিজের এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে আরও একটি ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি সি৩৩ ফোনের ৬৪ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমির এই ফোনের ওজন প্রায় ১৮৭ গ্রাম।
আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে ভারতে আসছে ভিভো ভি২৫ ৫জি ফোন, কবে লঞ্চ?