নয়াদিল্লি: উৎসবের মরশুমে বাজার ধরতে ভারতে এল Realme Narzo 50A, Narzo 50i। সাড়ে ১১,০০০ হাজার টাকার মধ্যে স্লিম ডিজাইনের সঙ্গে শক্তিশালী ব্যাটারির ফোন দিচ্ছে চিনা কোম্পানি। পাশাপাশি পাচ্ছেন ক্যামেরার অনন্য বৈশিষ্ট্য।


শুক্রবারই ভারতীয় বাজারে Realme Narzo 50A,Narzo 50iলঞ্চ করেছে কোম্পানি। সঙ্গে আনা হয়েছে ফিটনেস ব্যান্ড Realme Band 2 ও ৩২ ইঞ্চির স্মার্ট টিভি (Smart TV Neo)। রিয়েলমির আশা, পুজোয় ভালোই বিক্রি হবে তাদের প্রোডাক্ট।
   
Realme Narzo 50A, Realme Narzo 50i-এর দাম কত ?
ভারতে Realme Narzo 50A-এর দুটো ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। যার ৪জিবি ৬৪ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১১,৪৯৯টাকা। এ ছাড়াও ৪ জিবি ১২৮ জিবি অপশনের দাম রাখা হয়েছে ১২,৪৯৯টাকা। অক্সিজেন ব্লু ও অক্সিজেন গ্রিন রঙে পাওয়া যাবে এই ফোন।Realme Narzo 50i-এর ২জিবি ৩২জিবির দাম রাখা হয়েছে ৭৪৯৯টাকা।বাকি ৪জিবি ৬৪ জিবি মডেলের দাম ধরা হয়েছে ৮৪৯৯ টাকা। মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ৭ অক্টোবর থেকেই  Realme.com ও  Flipkart-এ পাওয়া যাবে এই দুই ফোন।


Realme Narzo 50A, Realme Narzo 50i-এর স্পেসিফিকেশন
Realme Narzo 50A-তে শক্তিশালী MediaTek Helio G85 প্রসেসর দিয়েছে কোম্পানি।ফোন চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। নতুন জেনারেশন ফোনের মতো এতে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে।


Realme Narzo 50A নতুন মডেলে দেওয়া হয়েছে তিনটে রেয়ার ক্যামেরা।যার মধ্যে প্রাইমারি সেন্সর রয়েছে ৫০ মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সর হিসেবে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সঙ্গে থাকছে ৮ মেগার সেলফি ক্যামেরা। এই নতুন মডেলেই রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। কোম্পানি এতে দিয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।    


Realme Narzo 50i specifications
এই মডেলেও আগের মতোই ৬.৫ ইঞ্চির ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ফোনে Unisoc 9863 প্রসেসর ব্যবহার করেছে রিয়েলমি। মূলত, নতুন মডেলের দাম কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। ৪ জিবি RAM-এর সঙ্গে ৬৪ জিবির স্টোরেজ রয়েছে এই ফোনে। Realme Narzo 50i ৮ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স যুক্ত ক্যামেরা ছাড়াও ৫ মেগারা সেলফি শ্যুটার দিয়েছে রিয়েলমি। ফোনে ৫০০০এমএএইচের ব্যাটারি দিয়েছে কোম্পানি। 


আরও পড়ুন : Redmi G 2021 Gaming Laptop: ১৪৪ হার্টজের ডিসপ্লে-১৬ জিবি RAM, প্রকাশ্যে এল Redmi G 2021


আরও পড়ুন : Amazon Great Indian Festival Sale-এর দিন ঘোষণা, জেনে নিন কত শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি ?


আরও পড়ুন : Banking Update: অনুমতি ছাড়া কাটা যাবে না টাকা, ১ অক্টোবর থেকে নয়া নিয়ম