Realme Smartphone: রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই ফোন দেশে লঞ্চ হবে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) থেকে রিয়েলমির এই ফোন কেনা যাবে। শোনা যাচ্ছে, রিয়েলমি নারজো এন৫৩ ফোন সংস্থার স্লিমেস্ট ফোন হতে চলেছে। রিয়েলমি সংস্থার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নতুন রেনফরেস্ট রঙে রিয়েলমি সি৫৫ ফোন লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি এই উপলক্ষ্যেই নতুন রিয়েলমি নারজো 'এন' সিরিজের ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। 


রিয়েলমি নারজো এন৫৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • রিয়েলমির এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। রিয়েলমির অন্যান্য ফোনের তুলনায় এই মডেল অনেক স্লিম। এমনকি এই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে যেসব মডেল সেগুলোর থেকেই এই ফোন অনেক সরু বা স্লিম। 

  • আগামী ১৮ মে দুপুর ১২টায় রিয়েলমি নারজো এন৫৩ ফোন লঞ্চ হতে চলেছে। এই নিয়ে নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন ভারতে লঞ্চ করবে সংস্থা। এর আগে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৫।

  • রিয়েলমি নারজো এন৫৩ ফোন ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড- এই দুই রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৩ লঞ্চ হতে পারে। রিয়েলমির এই ফোনের দাম ১৩ হাজার টাকার আশপাশে হতে পারে বলে শোনা গিয়েছে। 


গুগল পিক্সেল ৭এ ফোন 


ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। লঞ্চ অফার হিসেবে ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তবে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। সেক্ষেত্রে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম হবে ৩৯,৯৯৯ টাকা। চারকোল,স্নো এবং সি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ ফোন। গুগল পিক্সেল ৭এ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং সেখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


আরও পড়ুন- হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা