Redmi Buds 5A: শাওমি সংস্থা জানিয়েছে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি বাডস ৫এ (Redmi Buds 5A)। আগামী ২৩ এপ্রিল এই ইয়ারবাডস (Redmi Earbuds) দেশে লঞ্চ হবে বলে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (True Wireless Stereo Earbuds) হতে চলেছে। কালো এবং সাদা রঙে রেডমি বাডস ৫এ ভারতে লঞ্চ হতে পারে। আপাতত এমআই ইন্ডিয়ার (Mi India Website) ওয়েবসাইটে একটি মাইক্রোসাইটে এই ইয়ারফোনের নাম দেখা গিয়েছে। জানা গিয়েছে, রেডমি বাডস ৫এ মডেলে থাকতে চলেছে একটি ইন-ইয়ার ডিজাইন এবং স্টেম। এছাড়াও শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ইয়ারবাডসে থাকতে চলেছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট এবং গুগল ফাস্ট পেয়ারের সুবিধা। রেডমি বাডস ৫এ মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হবে রেডমি প্যাড এসই- এই ট্যাব। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে Xiaomi Smarter Living 2024 ইভেন্ট। সেখানে এই ইয়ারবাডস এবং ট্যাবের পাশাপাশি একটি রোবট ভ্যাকুয়াম ক্লিনার এবং হেয়ারড্রায়ার লঞ্চ করার কথাও জানিয়েছে শাওমি সংস্থা। 


রেডমি বাডস ৫এ - দেখে নিন এই ইয়ারবাডসের ডিজাইন কেমন হতে চলেছে, কী কী ফিচার থাকতে পারে 


এই ইয়ারবাডসের ছবি এমআই ইন্ডিয়ার ওয়েবসাইটের মাইক্রোসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে কালো এবং সাদা রঙে এই ইয়ারবাডস ভারতে লঞ্চ হতে পারে। রেডমি বাডস ৫এ মডেলে একটি ইন-ইয়ার ডিজাইন থাকতে চলেছে। অনেকটাই রেডমি বাডস ৫- এর মতো। রেডমির নতুন ইয়ারবাডসে ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার থাকতে পারে। তার সঙ্গে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে। এই ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি থাকতে পারে। রেডমি বাডস ৫এ ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ার ফিচারের সাপোর্ট থাকবে যার সাহায্যে ইউজাররা অডিও ডিভাইসটিকে দ্রুত স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। 


এখনও রেডমি বাডস ৫এ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায়নি। ভারতে এই ইয়ারবাডস কী কী রঙে লঞ্চ হতে পারে, দাম কত হতে পারে, কোথা থেকে কেনা যেতে পারে- এইসব তথ্যও প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের দিনই সব তথ্য জানতে পারবেন আগ্রহী ক্রেতারা। 


আরও পড়ুন- নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ লঞ্চ হয়েছে ভারতে, এই দুই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।