Redmi K50i: ভারতে নতুন গেমিং ফোন লঞ্চ করল রেডমি (Redmi)। শাওমির এই সাব-ব্র্যান্ড তাদের ‘কে’ সিরিজের নতুন স্মার্টফোন রেডমি কে৫০আই (Redmi K50i) লঞ্চ করেছে ভারতে। ১৪৪ হার্টজের ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর, ভেপার কুলিং চেম্বার--- এই ফিচারগুলি রয়েছে রেডমি কে৫০আই ফোনে। চলতি বছর শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১টি প্রো (Redmi Note 11T Pro)। এই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান রেডমি কে৫০আই। এবার দেখে নেওয়া যাক এই ফোনের দাম।
ভারতে রেডমি কে৫০আই ফোনের দাম ও উপলব্ধতা
রেডমি কে৫০আই ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৮,৯৯৯ টাকা। কুইক সিলভার, ফ্যান্টম ব্লু এবং Stealth Black- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ফোন। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে ফোনের বিক্রি। কেনা যাবে অ্যামাজন এবং Mi.com, Mi Home stores, Croma ও অন্যান্য রিটেল স্টোর থেকে। আইসিআইসি আই ব্যাঙ্কের কার্ডে বা ইএমআই অপশনে ফোন কিনলে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই অফার রয়েছে অনলাইন ক্রেতাদের জন্য। এক্সচেঞ্জ বোনাস হিসেবে ২৫০০ টাকা পাওয়ারও সুযোগ রয়েছে। অফলাইনের ক্রেতারা কোনও ছাড় পাবেন না। তবে তার পরিবর্তে একটি এমআই স্মার্ট স্পিকার পেতে পারেন তাঁরা।
রেডমি কে৫০আই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- র সাপোর্ট রয়েছে এই ফোনে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে HDR10 সাপোর্ট এবং Dolby Vision সার্টিফিকেশন রয়েছে এই স্ক্রিনের।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর রয়েছে রেডমি কে৫০আই ফোনে। Liquid Cooling 2.0 প্রযুক্তিও রয়েছে এই ফোনে। এর সাহায্যেই ফোনে রয়েছে একটি ভেপার কুলিং চেম্বার।
- রেডমি কে৫০আই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেনসর।
- এই ফোনে ৫০৮০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন।
আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ভিভো টি১এক্স, দাম কত?