Redmi Note 12 5G: রেডমি নোট ১২ সিরিজের নতুন ৫জি ফোন দ্রুত লঞ্চ হতে পারে ভারতে
Redmi Note 12 Series: অক্টোবর মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ সিরিজ। এই সিরিজে ছিল রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- তিনটি ফোন।
Redmi Note 12 Series: শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) সংস্থা ভারতে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ করতে চলেছে। সম্প্রতি রেডমি সংস্থাই একথা ঘোষণা করেছে। তবে এখনও রেডমি নোট ১২ সিরিজ ভারতে লঞ্চের নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। রেডমি নোট ১২ সিরিজের ফোনে যে ক্যামেরা মডিউল থাকবে তার ঝলক প্রকাশ্যে এসেছে, যা দেখে মনে হচ্ছে এই ফোনের ক্যামেরা অনেকটা আইফোন ১৩ প্রো মডেলের মতো হতে চলেছে। চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ হয়েছে। এবার ভারতের পালা। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন থাকতে চলেছে। রেডমি নোট ১১ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ। ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ ৫জি ফোন। এবছর এই ফোন লঞ্চের সম্ভাবনা নেই। অনুমান আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে রেডমি নোট ১২ ৫জি ফোন লঞ্চ হতে পারে।
অক্টোবর মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ (Redmi Note 12 Series) সিরিজ। এই স্মার্টফোন (Smartphone) সিরিজে ছিল রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছে রেডমি নোট ১২ সিরিজ ভারতেও লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। আর রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হবে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে। যদিও রেডমি কর্তৃপক্ষ এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি। তবে শোনা যাচ্ছে যে, রেডমি নোট ১২ প্রো প্লাস এই টপ এন্ড ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১২আই হাইপার চার্জ হিসেবে। এই ফোনের ক্ষেত্রে মূল আকর্ষণ হতে পারে হাই স্পিডের চার্জিং। অর্থাৎ অবিশ্বাস্য কম সময়ে অনেকটা চার্জ হবে এই ফোনে। এখনও পর্যন্ত এমনটাই শোনা গিয়েছে। তবে এই প্রসঙ্গে সঠিক ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন। সেখানে থাকবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।
মোটোরোলার নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে
শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি১৩। এর আগেও ভারতে মোটোরোলা 'জি' সিরিজের একাধিক ফোন লঞ্চ হয়েছে।
আরও পড়ুন- ট্রেনে যাতায়াতে দ্রুত শেষ হচ্ছে মোবাইলের চার্জ, কারণ কী জানেন ?