Redmi Note 12: ভারতে রেডমি নোট সিরিজের (Redmi Note Series) বয়স হয়েছে ৮ বছর। এর মধ্যেই শোনা গেল যে রেডমি নোট ১২ (Redmi Note 12) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও রেডমি নোট ১২ ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি সংস্থার তরফে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে, সম্ভবত নতুন বছরে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। ২০২৩ সাল অর্থাৎ আগামে বছরের প্রথম ভাবে রেডমি নোট ১২ ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ করেছে শাওমি সংস্থা। তবে চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের আকাশ পাতাল ফারাক থাকবে বলে অনেক আগেই শোনা গিয়েছিল। চিনে রেডমি নোট ১২ সিরিজে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন। তবে ভারতে রেডমি নোট ১২ সিরিজের ক্ষেত্রে কোন কোন ফোন লঞ্চ হবে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে, হয়তো এই তিনটি ফোনের মধ্যে আগে একটা বা দুটো লঞ্চ হবে। পরে বাকিগুলো লঞ্চ হবে।


Tecno Pova 4: টেকনো সংস্থা তাদের নতুন ফোন ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। জানা গিয়েছে, ভারতের বাজারে আসতে চলেছে টেকনো পোভা ৪ (Tecno Pova 4) - এই মডেল। তবে এই ফোন কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট তারিখ ও সময় জানা যায়নি এখনও। শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। শোনা যাচ্ছে, টেকনো পোভা ৪ ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এছাড়াও এই ফোনে Panther Game Engine 2.0 এবং HyperEngine 2.0 Lite- এই দুইয়ের সাপোর্ট থাকতে পারে। এই দুই ফিচারের সাহায্যে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। এছাড়াও শোনা গিয়েছে যে, টেকনো পোভা ৪ ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘণ্টার টক টাইম পাওয়া যাবে বলে দাবি সংস্থার। এই ফোনে ৮ জিবি র‍্যাম থাকতে পারে। তার সঙ্গে ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজ, যা আবার মাইক্রো এসডি কার্ডের সাহয্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। টেকনো পোভা ৪ ফোনের দাম ২০ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। 


Samsung Galaxy M04: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung Smartphones) তাদের এম সিরিজের ফোন গ্যালাক্সি এম০৪ (SamsungGalaxy M04) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, হয়তো আগামী সপ্তাহেই অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা গিয়েছে, এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হতে পারে।


আরও পড়ুন- ১২০টি স্পোর্টস মোড নিয়ে ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ, রয়েছে ২৮টি ভাষার সাপোর্ট, দেখে নিন দাম এবং ফিচার