Redmi Note 12 Pro Plus: অক্টোবর মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ (Redmi Note 12 Series) সিরিজ। এই স্মার্টফোন (Smartphone) সিরিজে ছিল রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছে রেডমি নোট ১২ সিরিজ ভারতেও লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। আর রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হবে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে। যদিও রেডমি কর্তৃপক্ষ এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি। তবে শোনা যাচ্ছে যে, রেডমি নোট ১২ প্রো প্লাস এই টপ এন্ড ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১২আই হাইপার চার্জ হিসেবে। এই ফোনের ক্ষেত্রে মূল আকর্ষণ হতে পারে হাই স্পিডের চার্জিং। অর্থাৎ অবিশ্বাস্য কম সময়ে অনেকটা চার্জ হবে এই ফোনে। এখনও পর্যন্ত এমনটাই শোনা গিয়েছে। তবে এই প্রসঙ্গে সঠিক ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন। সেখানে থাকবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। উল্লেখ্য, চিনে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হয়েছিল CNY 2099- ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকায়। বেস ভ্যারিয়েন্টের দামই ছিল ২৫ হাজার টাকার আশপাশে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ছিল ওই মডেলে। 


মোটোরোলার নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে


শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি১৩। এর আগেও ভারতে মোটোরোলা 'জি' সিরিজের একাধিক ফোন লঞ্চ হয়েছে। মোটো জি১৩ ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডিসপ্লের উপর একটি পান হোল কাট আউট থাকার সম্ভাবনা রয়েছে যেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে যেখানে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। মোটো জি১৩ ফোনের প্রসেসরের সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, এই ফোনে ৫জি সাপোর্ট থাকতে পারে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১৩ OS out of the box সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ভারতে মোটো জি১৩ ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে এবং বেস ভ্যারিয়েন্টে ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে চলতি বছর এই ফোন লঞ্চের সম্ভাবনা নেই। অনুমান হয়তো নতুন বছরে জানুয়ারি মাসে ভারতের বাজারে আসবে মোটো জি১৩ ফোন। কিন্তু নিশ্চিত ভাবে এই ফোন লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। 


আরও পড়ুন- আইসিএমআর- এর ওয়েবসাইটে একদিনে ৬ হাজার বার হ্যাকিংয়ের চেষ্টা! শেষ পর্যন্ত ব্যর্থ হ্যাকাররা