Redmi Note 12 Series: ভারতে লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১২ ৫জি সিরিজ (Redmi Note 12 5G)। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G), রেডমি নোট ১২ প্রো ৫জি Redmi Note 12 Pro 5G এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি- (Redmi Note 12 5G ProPlus)এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। রেডমি নোট ১২ সিরিজের ফোনগুলিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রেডমি নোট ১২ ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। অন্যদিকে রেডমি মোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 


রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনের দাম 


রেডমি নোট ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Green, Matte Black এবং Mystique Blue- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ সিরিজের বেস মডেল।


রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। Midnight Dark, Time Blue, Mirror Porcelain White- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ প্রো ৫জি ফোন। 


রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। Arctic White, Iceberg Blue, Obsidian Black- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোন। 


এই তিনটি ফোনই কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। এর পাশাপাশি পাওয়া যাবে Mi.com, Mi Home stores এবং বিভিন্ন দোকানেও। ১১ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ক্রেতাদের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকএ বা ইএমআই ট্রানজাকশনে ফোন কিনলে ইনস্ট্যান্ট ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও শাওমি সংস্থা পুরনো ফোনের পরিবর্তে এই ফোনগুলো কেনার ক্ষেত্রে ১৫০০ টাকা এক্সচেঞ্জ অফার দেবে ক্রেতাদের। 


ওয়ানপ্লাস ১১ ৫জি 


২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) লঞ্চ হয়েছে। আপাতত চিনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফোন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সেখানে আবার রয়েছে 2K রেজোলিউশন। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ। ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস প্রো ২। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


আরও পড়ুন- নতুন বছরের প্রথম ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে চিনে, ভারতে কবে আসছে ওয়ানপ্লাস ১১ ৫জি?