Redmi Note 12 Series: শাওমির সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) অবশেষ জানিয়েছে যে আগামী ২৭ অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। শোনা যাচ্ছে, ভারতেও দ্রুত লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। রেডমি নোট ১২ সিরিজে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। এই তিনটি ফোনেই মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX সেনসর থাকতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর সাইটে রেডমি নোট ১২ সিরিজের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে এই ফোন ভারতে লঞ্চ হতেও বেশি দেরি নেই। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মাও জানিয়েছেন যে এই স্মার্টফোন সিরিজ ভারতে তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে।


আইকিউওও ১১ সিরিজ


ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থাও তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে চিনে। সম্ভবত চলতি বছর শেষের দিকে আইকিউওও ১১ সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে চিনে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। এই স্মার্টফোন সিরিজে আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো- এই দু’টি ফোন থাকতে পাতে। শোনা যাচ্ছে, চিনের পাশাপাশি হয়তো একই সময়ে ভারতের বাজারেই লঞ্চ হতে পারে আইকিউওও ১১ সিরিজের এই দুই স্মার্টফোন।  


রেডমি নোট ১২ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন


ক্যামেরা ফিচার- রেডমি নোট ১২ প্রো প্লাস মডেল বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যেখানে একটি ২০০ মেগাপিক্সেলের স্যামসাংয়ের ISOCELL HPX সেনসর থাকতে পারে। রেডমি নোট ১২ প্রো ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 মেন সেনসর থাকতে পারে। ফোনের পিছনের অংশে আয়তাকার ক্যামেরা মডিউল, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। এমনই ডিজাইন প্রকাশ হয়েছে।


চার্জিং ফিচার- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোনে যথাক্রমে ৬৭ ওয়াট, ১২০ ওয়াট এবং ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ফোনের ডানদিকে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়া বাটন। এছাড়াও এই সিরিজের ফোনে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।


আরও পড়ুন- ‘রাহুগ্রাস’ থেকে মুক্তি! অবশেষে সচল হল হোয়াটসঅ্যাপ, মিমের বন্যা নেটদুনিয়ায়