Redmi Note 13 5G Series: রেডমি নোট ১৩ ৫জি সিরিজ (Redmi Smartphones) ভারতে লঞ্চ হতে চলেছে আগামীকাল অর্থাৎ ৪ জানুয়ারি। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর মধ্যে বেশ কয়েকটি ফিচার নিশ্চিত করেছে রেডমি (Redmi) সংস্থা। সেগুলো কী কী, দেখে নেওয়া যাক একনজরে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে রেডমি নোট ১৩ ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে বেস মডেল রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই তিনটি ফোন। 


ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন 


শাওমি সংস্থা জানিয়েছে, রেডমি নোট ১৩ ৫জি সিরিজে থাকবে AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ পর্যন্ত। ডিসপ্লে যাতে সুরক্ষিত থাকে তাই জন্য এর উপরে থাকবে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। এই স্মার্টফোন সিরিজের ফোনগুলির ক্ষেত্রে ডিসপ্লের মধ্যে দেখা যাবে super thin bezels ফিচার। রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে জানা গিয়েছে। 


রঙ এবং ডিজাইন কেমন হবে 


রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোন নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস- এই দুই মডেল লঞ্চ হবে প্যাস্টেল শেডে। টিজারে তেমনই বলা হয়েছে। পার্পল শেডে এই সিরিজের দুটো মডেল লঞ্চ হবে বলে জানা গিয়েছে টিজার থেকে। রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোনগুলি খুবই পাতলা এবং হাল্কা হবে বলে জানা গিয়েছে। থিকনেস হতে পারে ৭.৬ মিলিমিটার। আর ওজন ১৭৩.৫ গ্রাম। রেডমি নোট ১৩ ৫জি মডেল অর্থাৎ বেস মডেল লঞ্চ হবে আর্কটিক হোয়াইট- এই রঙে। 


প্রসেসর, র‍্যাম-স্টোরেজ এবং ব্যাটারি ও চার্জিং ফিচারের সাপোর্ট 


রেডমি নোট ১৩ ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকবে। তার সঙ্গে ২০ জিবি র‍্যাম পর্যন্ত র‍্যাম সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির এক্সটেনডেড র‍্যাম ফিচারের সাহায্যে এতটা পরিমাণ র‍্যাম সাপোর্ট পাওয়া সম্ভব। অনবোর্ড র‍্যাম থাকতে পারে সর্বোচ্চ ১২ জিবি। বাকি ৮ জিবি র‍্যাম বৃদ্ধি করা সম্ভব হবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে। অন্যদিকে রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই দুই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। 


শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, রেডমি নোট ১৩ ৫জি সিরিজে ৩৩ ওয়াটের টার্বো চার্জিং সাপোর্ট রয়েছে। তবে কোন মডেলে কেমন ব্যাটারি থাকবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। চার্জিং স্পিড কেমন হবে সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কোও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন টিজার থেকে অনুমান করা হচ্ছে Mi Turbo চার্জিং সাপোর্ট ব্যাটারিতে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩৩ মিনিট।


আরও পড়ুন- নতুন বছরের শুরুতে ভারতে হাজির নয়া বাজেট ফোন, দাম ৬৫০০ টাকারও কম !