স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত sAMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ট্রিপল রেয়রা ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের আরও দু'টি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। স্যামসাং সংস্থার দাবি, এই ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ২ দিন চালু থাকবে ফোন।
- স্যামসাংয়ের এই ৫জি ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। এখানে রয়েছে ৩.৫ মিলিমিটারের একটি হেডিফোন জ্যাক। এছাড়াও রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে?