Samsung Galaxy Smartphone: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung) ভারতে লঞ্চ করেছে তাদের গ্যালাক্সি রেঞ্জের নতুন ৫জি (Samsung Galaxy Smartphone) ফোন। এবার লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung galaxy F15 5G) ফোন। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ফোন। চলুন একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাবেন


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে যার দাম ১৬,৯৯৯ টাকা। আজ থেকেই বিক্রি শুরু হবে এই ফোনের। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে কেনা যাবে। সন্ধে ৭টা (ভারতীয় সময়) কিনতে পারবেন এই ফোন। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০০০ টাকা ছাড়। Jazzy Green এবং Groovy Violet- এই দুই রঙে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন কেনা যাবে। 




স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত sAMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ট্রিপল রেয়রা ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের আরও দু'টি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। স্যামসাং সংস্থার দাবি, এই ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ২ দিন চালু থাকবে ফোন। 

  • স্যামসাংয়ের এই ৫জি ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। এখানে রয়েছে ৩.৫ মিলিমিটারের একটি হেডিফোন জ্যাক। এছাড়াও রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে?