Samsung Galaxy F34 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি (Samsung Galaxy F34 5G) ফোন। এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। বলা হচ্ছে, এই ফোন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের নতুন ৫জি ফোনের দাম ভারতে কত এবং এই ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের দাম


এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। আপাতত প্রি-অর্ডার করা যাচ্ছে। ১২ অগস্ট থেকে শুরু হবে বিক্রি। Electric Black এবং Mystic Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন। 


স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৪৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত sAMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 5 protection। এছাড়াও রয়েছে একটি ইন-হাউস octa-core Exynos 1280 প্রসেসর। Android 13-based One UI 5.1- এর সাপোর্টে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


ভারতে হাজির পোকো সংস্থার নতুন ৫জি ফোন


পোকো এম৬ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন- এই দুই রঙে পোকো এম৬ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি AI সেনসর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। পোকো এম৬ প্রো ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।


আরও পড়ুন- আপনার লেখা ইংরেজি বাক্য ব্যাকরণগত ভাবে সঠিক তো? চেক করে দেবে গুগলের এআই সম্পন্ন ফিচার