Samsung Galaxy Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি (Samsung Galaxy M55 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি (Samsung Galaxy M15 5G)- এই দুই ফোন। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই দুই ফোন যে ভারতের বাজারে আসছে তা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই দুই ৫জি ফোন ব্রাজিলে লঞ্চ হয়েছে। গ্লোবাল মার্কেটে এই দুই ফোন যেভাবে লঞ্চ হয়েছে ভারতেও সেই ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন নিয়েই লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি- এই দুই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে থাকবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। 


ভারতে লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই দুই ৫জি ফোনের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে 


টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি- এই দুই ফোনের র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন ও দাম সম্পর্কে আভাস দিয়েছে। তাঁর দাবি, স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন। তার দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। 


অন্যদিকে আর একটি পোস্টে ওই টিপস্টার দাবি করেছেন, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৩,৪৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। সেই মডেলের দাম হতে পারে ১৪,৯৯৯ টাকা। 


স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি- এই দুই ফোনের সম্ভাব্য কিছু ফিচার দেখে নিন 


ভারতে লঞ্চ হতে চলা স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে উল্লিখিত ব্যাট্রাই ফিচার দেখা গিয়েছে। এছাড়াও থাকতে পারে একটি সুপার AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ফোনের ডিসপ্লে থাকতে পারে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে হতে পারে এটি। রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এর পাশাপাশি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। দুই ফোনের ক্ষেত্রেই গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ফিচার থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টেও। 


আরও পড়ুন- ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি নিয়ে ভারতে হাজির টেকনোর নতুন ৫জি ফোন, দাম কত?