Samsung Galaxy S24 FE: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন (Samsung Galaxy Phone)। এবার লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন (Samsung Galaxy S24 FE) মডেল। আপাতত প্রি-বুকিং (Pre Booking) শুরু হয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের মতোই ডিজাইন রয়েছে নতুন ফ্যান এডিশন মডেলেও। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন মডেলে রয়েছে সংস্থার একটি নিজস্ব Exynos 2400e চিপসেট। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে রয়েছে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক গ্যালাক্সি এআই ফিচার রয়েছে স্যামসাংয়ের এই ফোনে। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন ফোনের দাম কত 


স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৫,৯৯৯ টাকা। আগামী ৩ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। তিনটি রঙে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন মডেল লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের প্রি-বুকিং করা যাবে স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। প্রি-বুকিং অফার অনুসারে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ মডেলের দামে। অর্থাৎ ৬৫,৯৯৯ টাকার পরিবর্তে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৫৯,৯৯৯ টাকায়। নো-কস্ট ইএমআই অপশন থাকছে ১২ মাস পর্যন্ত। এই ফোনের প্রি-বুকিং করলে ক্রেতারা স্যামসাং কেয়ার এবং প্যাকেজ পাবেন যার দাম ৪৭৯৯ টাকা এবং ৯৯৯ টাকা। 


স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনে ডুয়াম সিম (ন্যানো) রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। 

  • স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্যান এডিশন মডেলে ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন। 


আরও পড়ুন- ৪০ হাজারের কমে কেনা যাবে আইফোন? কোন মডেল এত কম দামে কিনতে পারবেন? কোথায় রয়েছে এই সুযোগ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।