কলকাতা: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের প্রথম Rugged Smartphone প্রকাশ করেছে। 5G সাপোর্ট রয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সির নেই নতুন ফোনের নাম স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৬ প্রো ৫জি (Samsung Galaxy XCover6 Pro)। এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে। সেখানে রয়েছে FHD+ রেজোলিউশন। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৬ প্রো ৫জি ফোনকে Rugged Smartphone বলা হচ্ছে তার কারণ এই ফোনের এমন ফিচার রয়েছে যা ফোনটিকে সমস্ত রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে রাখবে। ডিসপ্লের উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস সাপোর্ট।
এই ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত Water and Dust Resistant ডিভাইস। ফোনের ওজন প্রায় ২৩৫ গ্রাম। ৫জি কানেক্টিভিটির সঙ্গে সঙ্গে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই ৬ই সাপোর্ট এবং একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাোম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
ব্যাটারি ও চার্জিং সাপোর্ট- ৪০৫০ mAh ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সির প্রথম Rugged স্মার্টফোনে। রিমুভেবল প্লাস্টিক রেয়ার প্যানেলের নীচে সেট করা রয়েছে এই ব্যাটারি যা সহজেই রিমুভ করে নেওয়া সম্ভব। অর্থাৎ রিমুভেবল ব্যাটারি রয়েছে এই ফোনে। ১৫ ওয়াটের চার্জিং সাপোর্টও রয়েছে এই ফোনে।
ক্যামেরা ফিচার- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের রেয়ার প্যানেলে। এর সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড স্ন্যাপার। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ডিসপ্লের উপর একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইনে সেট করা থাকবে এই ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে এই ফোনে। এখনও স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৬ প্রো ৫জি ফোনের দাম প্রকাশ হয়নি। শোনা গিয়েছে, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু জায়গায় জুলাই মাস থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। সম্ভবত ১৩ জুলাই এই ফোন আত্মপ্রকাশ করবে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক ৮পি, থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা