Blackmagic Camera Launch: সিনেমার মতো একইরকম গুণমানের ছবি তোলা যাবে ফোনের ক্যামেরার সাহায্যে। শুট করা যাবে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা, ডকু এমনকি মনপসন্দ যেকোনও ভিডিয়ো। ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপটি ক্যামেরার চূড়ান্ত নির্দশন বললেও ভুল বলা হবে না। তবে এতদিন এই বিশেষ অ্যাপটি শুধুমাত্র আইফোন ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারত। এবার এই বিশেষ ক্যামেরা অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনেও উপলব্ধ হবে। অন্তত তেমনটাই জানিয়েছে সংস্থা।


নির্দিষ্ট কিছু সংস্থার অ্যান্ড্রয়েড ফোনে


সোমবার একটি প্রেস কনফারেন্স করেছে ব্ল্যাকম্যাজিক ক্যামেরা (Blackmagic Camera) অ্যাপটির সংস্থা। ওই প্রেস বিবৃতি অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনেও এবার থেকে এই বিশেষ অ্যাপটি পাওয়া যাবে। ব্ল্যাকম্যাজিক একটি অস্ট্রেলিয় ডিজিটাল ক্যামেরা হার্ডওয়্যার উৎপাদক। গত বছর তাদের এই বিশেষ তাক লাগানো ক্যামেরাটি (Blackmagic Camera app) আইফোনে লঞ্চ করেছিল। ক্যামেরা গুণমান দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়  তাবৎ আইফোন ব্যবহারকারীরা। এবার নির্দিষ্ট কিছু সংস্থার অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে এই অ্যাপের পরিষেবা।


কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে মিলবে পরিষেবা ?


ব্ল্যাকম্যাজিক সংস্থার বিবৃতি অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সির কিছু নির্দিষ্ট মডেল ও গুগল পিক্সেল স্মার্টফোনগুলিতে এই অ্যাপটি পাওয়া যাবে। আইফোনের মতোই ডিজিটাল ফিল্ম ফিচার ও কন্ট্রোল (Blackmagic Camera app features) একইরকম থাকবে এই ফোনে। দামি দামি ফিল্ম ক্যামেরার তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে এই ব্ল্যাকম্যাজিক অ্যাপ সম্বলিত স্মার্টফোন। বিল্ট ইন অ্যাপ হিসেবেই এই ফোনগুলিতে থাকবে ব্ল্যাকম্য়াজিক।


ব্ল্যাকম্যাজিক ক্যামেরার সঙ্গে থাকবে ক্লাউড ফিচার


ব্ল্যাকম্যাজিক ক্যামেরার সঙ্গে থাকবে ক্লাউড অ্যাপটিও থাকবে ফোনে। সংস্থা জানিয়েছে, ব্ল্যাকম্যাজিক ক্লাউডটি একটি নেটওয়ার্ক স্টোরেজের মতো কাজ করবে। সেখানে শুট করা বা সিস্টেমের মিডিয়া ফাইলস আপলোড করে সেভ রাখা যাবে। দ্য ভিঞ্চি রিসলভ যারা ব্যবহার করছেন, তাদের জন্যও কাজ করবে এই ক্লাউড পরিষেবা। সেখানে চ্য়াট ওয়ার্কস্পেস পাবেন ব্যবহারকারীরা।


কী কী ফিচার থাকছে ? (Blackmagic Camera features)


অ্যাডভান্সড ভিডিয়ো কোডিং ও হাই এফিসিয়েন্সি অ্যাডভান্সড ভিডিয়ো কোডিংয়ের সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়াও, ১৬:৯  বা ভার্টিকাল অ্যাসপেক্ট রেশিয়োতে শুট করা যাবে। অন্যান্য ফিচারে থাকছে — ফোকাস অ্যাসিস্ট, জেবরা, ফ্রেম গাইড, হিস্টোগ্রাম, টাইমকোডেড ভিডিয়ো শট ইত্যাদি।


আরও পড়ুন - Airtel Plan: এক বোতল জলের থেকেও সস্তা Data Plan আনল Airtel !


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।