Foldable Smartphone: ভারতে নতুন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ করেছে টেকনো সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড (Tecno Phantom V Fold)। নয়ডায় টেকনো সংস্থার কারখানায় এই ফোন তৈরি হয়েছে। এই প্রথম ভারতে কোনও ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছে যেখানে মিডিয়াটেকের ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর রয়েছে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। সীমিত সময়ের জন্য কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে এই ফোল্ডেবল স্মার্টফোন।

  


টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনের দাম


ভারতে এই ফোল্ডেবল স্মার্টফোনের দাম ৮৮,৮৮৮ টাকা। তবে স্পেশ্যাল আর্লি বার্ড প্রাইস ৭৭,৭৭৭ টাকা। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে বিক্রি। প্রথম দফার স্টক শেষ না হওয়া পর্যন্ত বজায় থাকবে অফার। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। কালো এবং সাদা রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ফ্যান্টম ভি ফোল্ড ফোন। 


টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনের স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোল্ডেবল স্মার্টফোনে রয়েছে ৬.৪২ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO AMOLED কভার ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৭.৮৫ ইঞ্চির ২কে রেজোলিউশন যুক্ত বড় মেন ডিসপ্লে। ফোনের ফোল্ড খুললে এই স্ক্রিন দেখা যাবে। 

  • টেকনোর এই ফোন হল প্রথম এমন ফোল্ডেবল স্মার্টফোন যেখানে ৫টি ক্যামেরা সিস্টেম রয়েছে। ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের ২এক্স জুম লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স।

  • টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনে রয়েছে দুটো সেলফি ক্যামেরা সেনসর। একটি ৩২ মেগাপিক্সেলের সেনসর যা রয়েছে ফ্রন্ট প্যানেলে। অন্যটি ১৬ মেগাপিক্সেলের সেনসর, যা ভিতরে রয়েছে।

  • এই ফোল্ডেবল স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। টেকনো সংস্থার দাবি এই ফোনে ৪০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে। আর ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৫৫ মিনিটে। 


Xiaomi 13 Pro: চলতি বছরের শুরুর দিকে শাওমি ১৩ সিরিজ (Xiaomi 13 Series) লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোন সিরিজে রয়েছে শাওমি ১৩ (Xiaomi 13), শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) এবং শাওমি ১৩ লাইট (Xiaomi 13 Lite)- তিনটি ফোন। আগামী ১৮ এপ্রিল লঞ্চ হতে পারে শাওমি ১৩ আলট্রা (Xiaomi 13 Ultra), যা প্রিমিয়াম ফোন হিসেবে শাওমি ১৩ সিরিজে যুক্ত হবে। Leica ব্র্যান্ডের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই শাওমি ১৩ আলট্রা ফোনে। এছাড়াও থাকতে পারে ৪৯০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে এই ফোন লঞ্চের আগে গ্রাহকদের জন্য সুখবর আনল শাওমি সংস্থা। এবছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল শাওমি ১৩ প্রো। ভারতে এই ফোনের দাম একধাক্কায় ১০ হাজার টাকা কমেছে। লঞ্চের সময় ফোনের দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। এখন কেনা যাচ্ছে ৬৯,৯৯৯ টাকায়। সারা এপ্রিল মাস জুড়ে চলবে এই অফার 


আরও পড়ুন- একলাফে এই ফোনের দাম কমল ১০ হাজার টাকা, অফার চলবে এপ্রিল জুড়ে